অনলাইন ডেস্ক
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের আবাসিক এলাকায় আবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত ও আহত হয়েছে ১৬ জন। খারকিভের আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘ঘৃণ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।
জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি আবাসিক ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা ক্ষমা করব না। আমরা অবশ্যই প্রতিশোধ নেব।’
আঞ্চলিক গভর্নর ওলেগ সিনহুবভ টেলিগ্রামে বলেছেন, সালতিভকা জেলার গোলাগুলিতে এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসন শুরু করে। যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনীর অন্যতম লক্ষ্য ছিল খারকিভ। কিন্তু রাশিয়া এই শহর দখল করতে পারেনি। রুশ বাহিনী এখন তাদের মনোযোগ ইউক্রেনের পূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে স্থানান্তর করেছে। তবে খারকিভেও মাঝে মাঝে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
মস্কো এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়েছে। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার উদ্দেশ্যেই এই অভিযান বলে জানিয়েছে রাশিয়া। তবে কিয়েভ অভিযোগ করে বলেছে, সাম্রাজ্যবাদ বিস্তারের লক্ষ্যেই মস্কো এই অন্যায্য যুদ্ধ শুরু করেছে।
ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধে এখন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। কয়েক দফায় সমঝোতার চেষ্টা করেও শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে একমত হতে পারেনি কোনো পক্ষই।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের আবাসিক এলাকায় আবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত ও আহত হয়েছে ১৬ জন। খারকিভের আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘ঘৃণ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।
জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি আবাসিক ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা ক্ষমা করব না। আমরা অবশ্যই প্রতিশোধ নেব।’
আঞ্চলিক গভর্নর ওলেগ সিনহুবভ টেলিগ্রামে বলেছেন, সালতিভকা জেলার গোলাগুলিতে এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসন শুরু করে। যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনীর অন্যতম লক্ষ্য ছিল খারকিভ। কিন্তু রাশিয়া এই শহর দখল করতে পারেনি। রুশ বাহিনী এখন তাদের মনোযোগ ইউক্রেনের পূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে স্থানান্তর করেছে। তবে খারকিভেও মাঝে মাঝে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
মস্কো এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়েছে। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার উদ্দেশ্যেই এই অভিযান বলে জানিয়েছে রাশিয়া। তবে কিয়েভ অভিযোগ করে বলেছে, সাম্রাজ্যবাদ বিস্তারের লক্ষ্যেই মস্কো এই অন্যায্য যুদ্ধ শুরু করেছে।
ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধে এখন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। কয়েক দফায় সমঝোতার চেষ্টা করেও শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে একমত হতে পারেনি কোনো পক্ষই।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৬ ঘণ্টা আগে