অনলাইন ডেস্ক
ইউক্রেনের ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে এগিয়ে এসেছেন টেক জায়ান্ট স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। শনিবার ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড ইউক্রেনে সেবা দেওয়া আরম্ভ করেছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আহ্বানের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্পেস এক্সের পক্ষ থেকে।
শনিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘স্টারলিংক পরিষেবা ইউক্রেনে সক্রিয় করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের ইন্টারনেট সেবা চালুর জন্য স্যাটেলাইটে আরও একাধিক টার্মিনাল যুক্ত করা হবে।’
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সেবা প্রদানের জন্য মাস্ককে অনুরোধ করার পর প্রায় ১০ ঘণ্টা পরে মাস্কের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হলো।
ইলন মাস্কের কাছে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আবেদন জানিয়ে ফেদোরভ বলেন, ‘আপনি যখন মঙ্গলে বসতি গড়ার চিন্তা করছেন, তখন রাশিয়া চেষ্টা করছে ইউক্রেন দখল করার। আপনার রকেটগুলো যখন সফলভাবে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে অবতরণ করছে, সে সময় রাশিয়ার রকেটগুলো পতিত হচ্ছে ইউক্রেনের নাগরিকদের ওপর। আমরা আপনাকে স্টারলিংক স্যাটেলাইট থেকে ইউক্রেনে ইন্টারনেট সরবরাহ করতে অনুরোধ করছি।’
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর থেকেই দেশটিতে ইন্টারনেট পরিষেবায় উল্লেখযোগ্য মাত্রায় ব্যাঘাত ঘটেছে।
স্টারলিংক মহাকাশে ২ হাজারেরও বেশি স্যাটেলাইট পরিচালনা করে। যার লক্ষ্য হলো পৃথিবীজুড়ে সবাইকে ইন্টারনেট সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি গত শুক্রবার আরও ৫০টি স্যাটেলাইট চালু করেছে এবং আরও অনেকগুলো স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছে তাঁরা।
ইউক্রেনের ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে এগিয়ে এসেছেন টেক জায়ান্ট স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। শনিবার ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড ইউক্রেনে সেবা দেওয়া আরম্ভ করেছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আহ্বানের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্পেস এক্সের পক্ষ থেকে।
শনিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘স্টারলিংক পরিষেবা ইউক্রেনে সক্রিয় করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের ইন্টারনেট সেবা চালুর জন্য স্যাটেলাইটে আরও একাধিক টার্মিনাল যুক্ত করা হবে।’
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সেবা প্রদানের জন্য মাস্ককে অনুরোধ করার পর প্রায় ১০ ঘণ্টা পরে মাস্কের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হলো।
ইলন মাস্কের কাছে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালুর আবেদন জানিয়ে ফেদোরভ বলেন, ‘আপনি যখন মঙ্গলে বসতি গড়ার চিন্তা করছেন, তখন রাশিয়া চেষ্টা করছে ইউক্রেন দখল করার। আপনার রকেটগুলো যখন সফলভাবে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে অবতরণ করছে, সে সময় রাশিয়ার রকেটগুলো পতিত হচ্ছে ইউক্রেনের নাগরিকদের ওপর। আমরা আপনাকে স্টারলিংক স্যাটেলাইট থেকে ইউক্রেনে ইন্টারনেট সরবরাহ করতে অনুরোধ করছি।’
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার পর থেকেই দেশটিতে ইন্টারনেট পরিষেবায় উল্লেখযোগ্য মাত্রায় ব্যাঘাত ঘটেছে।
স্টারলিংক মহাকাশে ২ হাজারেরও বেশি স্যাটেলাইট পরিচালনা করে। যার লক্ষ্য হলো পৃথিবীজুড়ে সবাইকে ইন্টারনেট সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি গত শুক্রবার আরও ৫০টি স্যাটেলাইট চালু করেছে এবং আরও অনেকগুলো স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছে তাঁরা।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২৪ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে