অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই বাংলাদেশির নাম ভূঁইয়া মো. রবিউস সানি (৩৫)। মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই অপরাধে দুইবার ধরা পড়ার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, তাঁর অপরাধ প্রতারণা (দালালি) সম্পর্কিত।
২০২৩ সালের অক্টোবরে বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করেন সানি। তিনি সিঙ্গাপুর ছাড়ার আগে এক বাংলাদেশির হাতে ব্যাগে ভর্তি সোনার চেইন তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন।
গতকাল ২৮ অক্টোবর সানি তাঁর অপরাধমূলক অনুপ্রবেশের দোষ স্বীকার করেন এবং তাঁকে ছয় দিনের জেল দেওয়া হয়।
এ বিষয়ে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফিবি ট্যান জানান, এয়ারপোর্ট টার্মিনাল ম্যানেজারেরা দেখেছেন, কিছু ব্যক্তি যাত্রীদের হয়রানি করছেন এবং তাঁদের দেশে ফেরত নেওয়ার জন্য সাহায্য করতে অনুরোধ করছেন।
তিনি বলেন, এই ব্যক্তিদের কার্যকলাপ চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের জন্য অস্বস্তির কারণ হয়েছে। কারণ এগুলোর ব্যাপকতা রয়েছে, এ ধরনের আচরণ চাঙ্গি এয়ারপোর্টের সুনাম ক্ষতিগ্রস্ত করছে এবং কখনো কখনো বিষয়গুলো যাত্রীদের প্রতি হয়রানিমূলক হয়।
সানি ছিলেন সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা যাত্রীদের অন্য দেশে বিভিন্ন সামগ্রী বহনে সহায়তা করার জন্য অনুরোধ করেছিলেন।
২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তাঁকে প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞায় বলা হয়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত যেন তাঁর চাঙ্গি এয়ারপোর্টে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
গত ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তিনি এ আদেশ লঙ্ঘন করেন। সেদিন তাঁকে দ্বিতীয়বার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার তাঁকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত এয়ারপোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
কিন্তু সানি এই আদেশগুলো উপেক্ষা করতে থাকেন। ২০২৩ সালের ২৭ অক্টোবর রাত ৮টার দিকে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল ৩–এ যান, সেখানে তিনি বাংলাদেশগামী অপরিচিত লোকদের সোনার চেইনসহ বিভিন্ন সামগ্রী দেওয়ার চেষ্টা করেছিলেন।
একজন টার্মিনাল ম্যানেজার সানিকে একটি ব্যাগে ভরা সোনার চেইন এক বাংলাদেশি যাত্রীর হাতে তুলে দিতে দেখতে পান। তল্লাশির পর ম্যানেজার পুলিশকে জানালে সানির বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা থাকার তথ্যটি জানতে পারেন।
সিঙ্গাপুরের বিমানবন্দরে অপরাধমূলক অনুপ্রবেশের অপরাধে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেড় হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই বাংলাদেশির নাম ভূঁইয়া মো. রবিউস সানি (৩৫)। মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই অপরাধে দুইবার ধরা পড়ার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, তাঁর অপরাধ প্রতারণা (দালালি) সম্পর্কিত।
২০২৩ সালের অক্টোবরে বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করেন সানি। তিনি সিঙ্গাপুর ছাড়ার আগে এক বাংলাদেশির হাতে ব্যাগে ভর্তি সোনার চেইন তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন।
গতকাল ২৮ অক্টোবর সানি তাঁর অপরাধমূলক অনুপ্রবেশের দোষ স্বীকার করেন এবং তাঁকে ছয় দিনের জেল দেওয়া হয়।
এ বিষয়ে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফিবি ট্যান জানান, এয়ারপোর্ট টার্মিনাল ম্যানেজারেরা দেখেছেন, কিছু ব্যক্তি যাত্রীদের হয়রানি করছেন এবং তাঁদের দেশে ফেরত নেওয়ার জন্য সাহায্য করতে অনুরোধ করছেন।
তিনি বলেন, এই ব্যক্তিদের কার্যকলাপ চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের জন্য অস্বস্তির কারণ হয়েছে। কারণ এগুলোর ব্যাপকতা রয়েছে, এ ধরনের আচরণ চাঙ্গি এয়ারপোর্টের সুনাম ক্ষতিগ্রস্ত করছে এবং কখনো কখনো বিষয়গুলো যাত্রীদের প্রতি হয়রানিমূলক হয়।
সানি ছিলেন সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা যাত্রীদের অন্য দেশে বিভিন্ন সামগ্রী বহনে সহায়তা করার জন্য অনুরোধ করেছিলেন।
২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তাঁকে প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞায় বলা হয়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত যেন তাঁর চাঙ্গি এয়ারপোর্টে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
গত ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তিনি এ আদেশ লঙ্ঘন করেন। সেদিন তাঁকে দ্বিতীয়বার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার তাঁকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত এয়ারপোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
কিন্তু সানি এই আদেশগুলো উপেক্ষা করতে থাকেন। ২০২৩ সালের ২৭ অক্টোবর রাত ৮টার দিকে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল ৩–এ যান, সেখানে তিনি বাংলাদেশগামী অপরিচিত লোকদের সোনার চেইনসহ বিভিন্ন সামগ্রী দেওয়ার চেষ্টা করেছিলেন।
একজন টার্মিনাল ম্যানেজার সানিকে একটি ব্যাগে ভরা সোনার চেইন এক বাংলাদেশি যাত্রীর হাতে তুলে দিতে দেখতে পান। তল্লাশির পর ম্যানেজার পুলিশকে জানালে সানির বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা থাকার তথ্যটি জানতে পারেন।
সিঙ্গাপুরের বিমানবন্দরে অপরাধমূলক অনুপ্রবেশের অপরাধে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেড় হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৭ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১১ ঘণ্টা আগে