অনলাইন ডেস্ক
এক বছর, এক মাস কিংবা এক ঘণ্টাও নয়; মাত্র ১০ সেকেন্ডেই বিশ্বের সবচেয়ে বড় শেয়ারবাজার ওয়ালস্ট্রিট ধসে পড়বে বলে সতর্ক করেছেন তাইওয়ানের এক ধনকুবের। টেরি গৌ নামে ওই ব্যবসায়ী বিশ্বের সবচেয়ে ধনী প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম কাঁচামাল সরবরাহকারী। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাইওয়ান প্রণালিতে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বের কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে সতর্ক করেছেন, ৭২ বছর বয়সী এই ধনকুবের। গত বুধবার টেরি গৌ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। পরে অবশ্য টেরি তাঁর পোস্ট মুছে ফেলেন। কিন্তু বিজনেস ইনসাইডারের কাছে টেরির ওই পোস্টের ক্যাশড কপি রয়ে গেছে।
টেরি তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘তাইওয়ান প্রণালিতে যুদ্ধ শুরু হলে এক মাস বা এক ঘণ্টাও লাগবে না, ওয়াল স্ট্রিট শেয়ার বাজার ভেঙে পড়তে মাত্র ১০ সেকেন্ড লাগবে।’ টেরি পরে বৃহস্পতিবার সকালে তাঁর পোস্ট মুছে ফেলেন।
চুক্তিভিত্তিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সকনের প্রতিষ্ঠাতা ৭২ বছর বয়সী টেরি গৌ মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের কলামিস্ট থমাস ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকের পর এই পোস্ট শেয়ার করেছিলেন। ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি ফ্রিডম্যানকে বলেছিলেন, বিশ্ব অর্থনীতিতে তাইওয়ানের ভূমিকা ইউক্রেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টির দিকে ইঙ্গিত করে টেরি বলেন, চীনের সঙ্গে যুদ্ধ শুরু হলে তাইওয়ান হয়তো তিন মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু বিশ্ব অর্থনীতি ও অর্থবাজারে এর প্রভাব হবে বিশাল এবং তাৎক্ষণিক।
টেরি গৌ ১৯৭৪ সালে ফক্সকন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি হন হ্যায় প্রিসিশন ইন্ডাস্ট্রি নামেও পরিচিত। তাইওয়ান প্রণালিতে ভূরাজনৈতিক উত্তেজনা সম্পর্কে তাইওয়ানি এই ধনকুবেরের মন্তব্য তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বিরাজমান জল্পনা-কল্পনার সলতে আরও উসকে দিয়েছে।
এর আগে টেরি গৌ তাইওয়ানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৯ সালে ফক্সকনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটির মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় তিনি দৌড় থেকে বাদ পড়েন। তিনি চলতি বছর আবারও চেষ্টা করেও দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন।
এক বছর, এক মাস কিংবা এক ঘণ্টাও নয়; মাত্র ১০ সেকেন্ডেই বিশ্বের সবচেয়ে বড় শেয়ারবাজার ওয়ালস্ট্রিট ধসে পড়বে বলে সতর্ক করেছেন তাইওয়ানের এক ধনকুবের। টেরি গৌ নামে ওই ব্যবসায়ী বিশ্বের সবচেয়ে ধনী প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম কাঁচামাল সরবরাহকারী। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাইওয়ান প্রণালিতে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বের কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে সতর্ক করেছেন, ৭২ বছর বয়সী এই ধনকুবের। গত বুধবার টেরি গৌ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। পরে অবশ্য টেরি তাঁর পোস্ট মুছে ফেলেন। কিন্তু বিজনেস ইনসাইডারের কাছে টেরির ওই পোস্টের ক্যাশড কপি রয়ে গেছে।
টেরি তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘তাইওয়ান প্রণালিতে যুদ্ধ শুরু হলে এক মাস বা এক ঘণ্টাও লাগবে না, ওয়াল স্ট্রিট শেয়ার বাজার ভেঙে পড়তে মাত্র ১০ সেকেন্ড লাগবে।’ টেরি পরে বৃহস্পতিবার সকালে তাঁর পোস্ট মুছে ফেলেন।
চুক্তিভিত্তিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সকনের প্রতিষ্ঠাতা ৭২ বছর বয়সী টেরি গৌ মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের কলামিস্ট থমাস ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকের পর এই পোস্ট শেয়ার করেছিলেন। ফ্রিডম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি ফ্রিডম্যানকে বলেছিলেন, বিশ্ব অর্থনীতিতে তাইওয়ানের ভূমিকা ইউক্রেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টির দিকে ইঙ্গিত করে টেরি বলেন, চীনের সঙ্গে যুদ্ধ শুরু হলে তাইওয়ান হয়তো তিন মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু বিশ্ব অর্থনীতি ও অর্থবাজারে এর প্রভাব হবে বিশাল এবং তাৎক্ষণিক।
টেরি গৌ ১৯৭৪ সালে ফক্সকন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি হন হ্যায় প্রিসিশন ইন্ডাস্ট্রি নামেও পরিচিত। তাইওয়ান প্রণালিতে ভূরাজনৈতিক উত্তেজনা সম্পর্কে তাইওয়ানি এই ধনকুবেরের মন্তব্য তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বিরাজমান জল্পনা-কল্পনার সলতে আরও উসকে দিয়েছে।
এর আগে টেরি গৌ তাইওয়ানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৯ সালে ফক্সকনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটির মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় তিনি দৌড় থেকে বাদ পড়েন। তিনি চলতি বছর আবারও চেষ্টা করেও দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩৬ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে