অনলাইন ডেস্ক
২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।
২০১৮ সালে কাল্পনিক একটি অ্যানিমেশন চরিত্রকে বিয়ে করে শিরোনাম হয়েছিলেন এক জাপানি। এবার এই দম্পতি তাঁদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে।
যা হোক, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কথা ঘোষণা করেছেন কোন্ডো। ওই পোস্টে ৪ নভেম্বর বিয়ে বার্ষিকীর জন্য কেনা একটি কেকও শেয়ার করেছিলেন। কেকের বার্তায় লেখা ছিল—‘আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ছয় বছর পূর্তি।’
ফিকশনাল চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। চরিত্রটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ই মিকুর প্রেমে পড়ে গিয়েছিলেন কোন্ডো। কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স বর্তমানে ১৬ বছর।
জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে কোন্ডো জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু নানাভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি ফিকশনাল চরিত্রের প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।
কোন্ডো দাবি করেছেন, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর কণ্ঠস্বর তাঁকে সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।
২০১৯ সাল থেকে মিকুর একটি পুতুল কোন্ডোর সঙ্গী হয়েছে। এই পুতুলকে তিনি সব সময় সাজিয়ে রাখেন। তাঁরা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং গল্প করেন।
জানা গেছে, কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মানুষদের বলা হয় ফিকটোসেক্সুয়াল। জাপানে কোন্ডো শুধু একাই নন, আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি ধুমধাম করে বিয়ে সংসারও করেন।
উত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
১ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৯ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
১০ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
১০ ঘণ্টা আগে