অনলাইন ডেস্ক
বিশ্বের প্রথম ‘জেনেটিক্যালি মডিফায়েড’ (জিএম) বা জিনগত পরিবর্তন সাধিত কলার জাত অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। পানামা রোগ নামে পরিচিত ছত্রাকের সংক্রমণকে প্রতিরোধ করার জন্য জেনেটিক পরিবর্তন করা হয়েছে বলে বিশেষ এই কলাকে জিএম কলা বলা হয়। ফ্রি থিংক ডটকমের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।
কলার ক্ষেত্রে রোগ প্রতিরোধী প্রজাতির অনুমোদন এটিই প্রথম হলেও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জেনেটিক পরিবর্তন আনা ফসলের চাষ ইতিমধ্যেই হচ্ছে। কলা একটি বড় ব্যবসা। ২০২৩ সালের হিসেব অনুসারে, কলা শিল্পের মূল্য ছিল প্রায় ২৫০০ কোটি ডলারের এবং বিশ্বজুড়ে অনেক মানুষই আয় বা পুষ্টির জন্য ফলটির ওপর নির্ভর করে।
তবে দুরারোগ্য রোগ পানামা ডিজিজ টিআর-৪ এর সংক্রমণে যে কোনো মুহূর্তে একটি দেশের কলা শিল্প ধসে যেতে পারে। গত কয়েক দশক ধরেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে টিআর-৪ রোগটি। এতে সংক্রমিত হয়েছে ক্যাভেন্ডিশসহ প্রায় সকল কলার জাত। উল্লেখ্য, পানামা রোগের মহামারিতে ১৯৫০ এর দশকে গ্রস মিশেল কলা নিশ্চিহ্ন হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কলার জাত ধরা হয় ক্যাভেন্ডিসকে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) সেন্টার ফর ট্রপিক্যাল ক্রপস অ্যান্ড বায়োকমোডিটির পরিচালক জেমস ডেল বলেন, বিধ্বংসী পানামা ডিজিজ টিআর-৪ একটি মাটিবাহিত ছত্রাকের কারণে ঘটে—যা ৫০ বছরেরও বেশি সময় ধরে মাটিতে থেকে যায়। এই সংক্রমণ কলা নিশ্চিহ্ন করে দেয় এবং কয়েক প্রজন্মের জন্য ধ্বংস করে দেয় খামারগুলোকে।
জিএম কলা খাওয়ার ব্যাপারে জেমস ডেল বলেন, ‘ভয়ের কিছু নেই। জিনটি ইতিমধ্যেই ক্যাভেন্ডিশে ছিল। এটি কাজ করে না। তাই আমরা কলার এমন একটি জাতে এটি ব্যবহার করেছি যা কাজ করে।’
ডেল এবং তার সহকর্মীরা কিউসিএভি-৪ নামের কলার প্রজাতি তৈরি করতে ২০ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন। এটি জেনেটিক পরিবর্তন আনা ক্যাভেন্ডিশ কলারই একটি জাত যা পানামা ডিজিজ টিআর-৪ কে প্রতিরোধ করতে পারে। তাদের কঠোর পরিশ্রম এখন সার্থক হয়েছে।
অস্ট্রেলিয়ান নিয়ন্ত্রকেরা সম্প্রতি রায় দিয়েছেন যে, জিএম কলা প্রাকৃতিক কলার মতোই নিরাপদ এবং পুষ্টিকর। অস্ট্রেলিয়ার খাদ্যমন্ত্রী এপ্রিলের মাঝামাঝি সময়ে এই রায়কে প্রশ্নবিদ্ধ না করলে এই কলা অস্ট্রেলিয়ায় বিক্রির জন্য অনুমোদিত হবে।
কিউইউটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মার্গারেট শিল বলেন, মৌলিক গবেষণায় বাস্তব ফলাফল পাওয়ার মাধ্যমে বাণিজ্যিকীকরণের দিকে যাত্রার একটি চমৎকার উদাহরণ এটি।
তবে জেনেটিক পরিবর্তন আনা প্রথম কলা নয় কিউসিএভি-৪। এর আগে ২০২৩ সালে ফিলিপাইনে বিভিন্ন ধরনের কলার মধ্যে জেনেটিক পরিবর্তন আনা হয় যাতে কলাগুলো খুব দ্রুত বাদামি না হয়।
বিশ্বের প্রথম ‘জেনেটিক্যালি মডিফায়েড’ (জিএম) বা জিনগত পরিবর্তন সাধিত কলার জাত অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। পানামা রোগ নামে পরিচিত ছত্রাকের সংক্রমণকে প্রতিরোধ করার জন্য জেনেটিক পরিবর্তন করা হয়েছে বলে বিশেষ এই কলাকে জিএম কলা বলা হয়। ফ্রি থিংক ডটকমের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।
কলার ক্ষেত্রে রোগ প্রতিরোধী প্রজাতির অনুমোদন এটিই প্রথম হলেও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জেনেটিক পরিবর্তন আনা ফসলের চাষ ইতিমধ্যেই হচ্ছে। কলা একটি বড় ব্যবসা। ২০২৩ সালের হিসেব অনুসারে, কলা শিল্পের মূল্য ছিল প্রায় ২৫০০ কোটি ডলারের এবং বিশ্বজুড়ে অনেক মানুষই আয় বা পুষ্টির জন্য ফলটির ওপর নির্ভর করে।
তবে দুরারোগ্য রোগ পানামা ডিজিজ টিআর-৪ এর সংক্রমণে যে কোনো মুহূর্তে একটি দেশের কলা শিল্প ধসে যেতে পারে। গত কয়েক দশক ধরেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে টিআর-৪ রোগটি। এতে সংক্রমিত হয়েছে ক্যাভেন্ডিশসহ প্রায় সকল কলার জাত। উল্লেখ্য, পানামা রোগের মহামারিতে ১৯৫০ এর দশকে গ্রস মিশেল কলা নিশ্চিহ্ন হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কলার জাত ধরা হয় ক্যাভেন্ডিসকে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) সেন্টার ফর ট্রপিক্যাল ক্রপস অ্যান্ড বায়োকমোডিটির পরিচালক জেমস ডেল বলেন, বিধ্বংসী পানামা ডিজিজ টিআর-৪ একটি মাটিবাহিত ছত্রাকের কারণে ঘটে—যা ৫০ বছরেরও বেশি সময় ধরে মাটিতে থেকে যায়। এই সংক্রমণ কলা নিশ্চিহ্ন করে দেয় এবং কয়েক প্রজন্মের জন্য ধ্বংস করে দেয় খামারগুলোকে।
জিএম কলা খাওয়ার ব্যাপারে জেমস ডেল বলেন, ‘ভয়ের কিছু নেই। জিনটি ইতিমধ্যেই ক্যাভেন্ডিশে ছিল। এটি কাজ করে না। তাই আমরা কলার এমন একটি জাতে এটি ব্যবহার করেছি যা কাজ করে।’
ডেল এবং তার সহকর্মীরা কিউসিএভি-৪ নামের কলার প্রজাতি তৈরি করতে ২০ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন। এটি জেনেটিক পরিবর্তন আনা ক্যাভেন্ডিশ কলারই একটি জাত যা পানামা ডিজিজ টিআর-৪ কে প্রতিরোধ করতে পারে। তাদের কঠোর পরিশ্রম এখন সার্থক হয়েছে।
অস্ট্রেলিয়ান নিয়ন্ত্রকেরা সম্প্রতি রায় দিয়েছেন যে, জিএম কলা প্রাকৃতিক কলার মতোই নিরাপদ এবং পুষ্টিকর। অস্ট্রেলিয়ার খাদ্যমন্ত্রী এপ্রিলের মাঝামাঝি সময়ে এই রায়কে প্রশ্নবিদ্ধ না করলে এই কলা অস্ট্রেলিয়ায় বিক্রির জন্য অনুমোদিত হবে।
কিউইউটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মার্গারেট শিল বলেন, মৌলিক গবেষণায় বাস্তব ফলাফল পাওয়ার মাধ্যমে বাণিজ্যিকীকরণের দিকে যাত্রার একটি চমৎকার উদাহরণ এটি।
তবে জেনেটিক পরিবর্তন আনা প্রথম কলা নয় কিউসিএভি-৪। এর আগে ২০২৩ সালে ফিলিপাইনে বিভিন্ন ধরনের কলার মধ্যে জেনেটিক পরিবর্তন আনা হয় যাতে কলাগুলো খুব দ্রুত বাদামি না হয়।
অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
২১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগেস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
২ দিন আগে