অনলাইন ডেস্ক
সাধারণত মহাকাশচারীরা দীর্ঘদিন ধরে গৃহকাতরতা, পেশির ক্ষয়, হাড় ক্ষয়ে যাওয়া, ক্যানসারের ঝুঁকি ও নিঃসঙ্গতার মতো সমস্যায় ভোগেন। বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। এবার এসব নেতিবাচক বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে যৌন সমস্যাও। গবেষণা বলছে, গভীর মহাশূন্যে দীর্ঘ সময় কাটানোর পর মহাকাশচারীরা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যায় ভুগতে পারেন। সহজ কথায় বললে, পুরুষ নভোচারীদের যৌন ক্ষমতা হারানোর ঝুঁকি বাড়ে এতে।
পুরুষের যৌন স্বাস্থ্যের ওপর মহাজাগতিক বিকিরণ ও ওজনহীনতা কী ধরনের প্রভাব ফেলে তা মূল্যায়ন করার জন্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা একটি প্রকল্প পরিচালনা করে। নাসার অর্থায়নে করা ওই গবেষণায় গবেষকেরা খুঁজে পেয়েছেন যে মহাজাগতিক রশ্মি এবং অল্প পরিমাণ মহাকর্ষ ইরেকটাইল টিস্যুর কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ক্ষতির প্রভাব রয়ে যেতে পারে কয়েক দশক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে ফাসেব নামে একটি জার্নালে। গতকাল বুধবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই গবেষণার সঙ্গে জড়িতরা পুরুষ মহাকাশচারীদের যৌন স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতনভাবে কাজ করার বিষয়ে আহ্বান জানিয়েছেন।
গবেষণাপত্রটির প্রধান লেখক ও ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নিউরোভাসকুলার ডিজফাংশন বিশেষজ্ঞ ড. জাস্টিন লা ফেভর বলেন, ‘যদিও মহাজাগতিক বিকিরণের নেতিবাচক প্রভাব অনেক বেশি দীর্ঘস্থায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে আসা রেডক্স ও নাইট্রিক অক্সাইডের গমনাগমন বাধা দেওয়ার ফলে টিস্যুর উন্নতি দেখা গেছে। এর সহজ কথা হলো—এ ধরনের ইরেকটাইল ডিজফাংশন চিকিৎসাযোগ্য।’
মানুষ যখন থেকেই মহাকাশে যেতে শুরু করেছে বিজ্ঞানীরা তখন থেকেই ওজনহীনতা, মহাজাগতিক বিকিরণ—বিশেষ করে উচ্চশক্তির বিভিন্ন কণা, এক্স-রে বা গামা রশ্মি যা বিভিন্ন নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তু থেকে উৎসারিত হয় মানবদেহে সেগুলোর প্রভাব খোঁজার চেষ্টা করেছেন। তবে লা ফেভর ও নর্থ ক্যারোলিনার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কর্মরত তাঁর গবেষণা দলের সহযোগীদের মতে, ইরেকটাইল ডিজফাংশনের ওপর স্পেস ফ্লাইটের প্রভাব আগে কখনোই জানার চেষ্টা করা হয়নি।
ফাসেব জার্নালে প্রকাশিত ওই নিবন্ধে গবেষকেরা বলেছেন, ‘যদিও ইরেকটাইল ডিজফাংশন ৪০ বছরের বেশি বয়সী অর্ধেকেরও বেশি পুরুষকে প্রভাবিত করে এবং মানুষের জীবনে সন্তুষ্ট থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু ইরেকটাইল ফাংশনে মহাকাশ ভ্রমণের পরিণতি কী কী না এর আগে জানার চেষ্টা করা হয়নি।’
পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, বায়ুমণ্ডলের কারণে মহাজাগতিক বিকিরণ থেকে অত্যন্ত সুরক্ষিত। কিন্তু চাঁদ ও মঙ্গল গ্রহে এমন কোনো প্রতিরক্ষা স্তর নেই যা মহাজাগতিক রশ্মিকে বাধা দিতে পারে। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের থাকা ক্রুরা বিভিন্ন প্রতিরক্ষা ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে কিছুটা সুরক্ষিত থাকলেও বিকিরণ খুব বেশি এড়াতে পারেন না। সেখানে তাঁরা এক সপ্তাহে যে পরিমাণ বিকিরণ নিজেদের শরীরে নেন পৃথিবীতে থাকলে সেই পরিমাণ বিকিরণ গ্রহণের জন্য এক বছর সময় লাগত।
গবেষক দল গবেষণার জন্য পরীক্ষামূলকভাবে ইঁদুর বেছে নিয়েছিলেন। তাদের ওপর এক বছর ধরে মহাজাগতিক বিভিন্ন রশ্মি প্রয়োগ করা হয়। এক বছর পর ইঁদুরগুলোর টিস্যু বিশ্লেষণ করে দেখা যায়, মহাজাগতিক রশ্মির কম এক্সপোজারও প্রাণীদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়। এটি লিঙ্গ ও ইরেকটাইল টিস্যুতে রক্ত সরবরাহকারী ধমনির কাজকে ব্যাহত করে। অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেওয়া বা লিঙ্গ ও ইরেকটাইল টিস্যুতে রক্ত সরবরাহকারী ধমনির কাজকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে ওজনহীনতাও প্রভাব ফেলে তবে এর মাত্রা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিবন্ধে গবেষকেরা বলেছেন, ‘সম্মিলিতভাবে এই ফলাফলগুলো পরামর্শ দেয় যে দীর্ঘদিন মহাকাশে থেকে পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের যৌন স্বাস্থ্যের একটি বড় অংশজুড়ে ইরেকটাইল টিস্যুগুলোর নিউরোভাসকুলার ফাংশন ব্যাহত হতে পারে।’ তবে এতে হতাশার কিছু নেই বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, চিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যুর কার্যকারিতা উন্নত করাও সম্ভব।
সাধারণত মহাকাশচারীরা দীর্ঘদিন ধরে গৃহকাতরতা, পেশির ক্ষয়, হাড় ক্ষয়ে যাওয়া, ক্যানসারের ঝুঁকি ও নিঃসঙ্গতার মতো সমস্যায় ভোগেন। বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। এবার এসব নেতিবাচক বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে যৌন সমস্যাও। গবেষণা বলছে, গভীর মহাশূন্যে দীর্ঘ সময় কাটানোর পর মহাকাশচারীরা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যায় ভুগতে পারেন। সহজ কথায় বললে, পুরুষ নভোচারীদের যৌন ক্ষমতা হারানোর ঝুঁকি বাড়ে এতে।
পুরুষের যৌন স্বাস্থ্যের ওপর মহাজাগতিক বিকিরণ ও ওজনহীনতা কী ধরনের প্রভাব ফেলে তা মূল্যায়ন করার জন্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা একটি প্রকল্প পরিচালনা করে। নাসার অর্থায়নে করা ওই গবেষণায় গবেষকেরা খুঁজে পেয়েছেন যে মহাজাগতিক রশ্মি এবং অল্প পরিমাণ মহাকর্ষ ইরেকটাইল টিস্যুর কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ক্ষতির প্রভাব রয়ে যেতে পারে কয়েক দশক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে ফাসেব নামে একটি জার্নালে। গতকাল বুধবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই গবেষণার সঙ্গে জড়িতরা পুরুষ মহাকাশচারীদের যৌন স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতনভাবে কাজ করার বিষয়ে আহ্বান জানিয়েছেন।
গবেষণাপত্রটির প্রধান লেখক ও ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নিউরোভাসকুলার ডিজফাংশন বিশেষজ্ঞ ড. জাস্টিন লা ফেভর বলেন, ‘যদিও মহাজাগতিক বিকিরণের নেতিবাচক প্রভাব অনেক বেশি দীর্ঘস্থায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে আসা রেডক্স ও নাইট্রিক অক্সাইডের গমনাগমন বাধা দেওয়ার ফলে টিস্যুর উন্নতি দেখা গেছে। এর সহজ কথা হলো—এ ধরনের ইরেকটাইল ডিজফাংশন চিকিৎসাযোগ্য।’
মানুষ যখন থেকেই মহাকাশে যেতে শুরু করেছে বিজ্ঞানীরা তখন থেকেই ওজনহীনতা, মহাজাগতিক বিকিরণ—বিশেষ করে উচ্চশক্তির বিভিন্ন কণা, এক্স-রে বা গামা রশ্মি যা বিভিন্ন নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তু থেকে উৎসারিত হয় মানবদেহে সেগুলোর প্রভাব খোঁজার চেষ্টা করেছেন। তবে লা ফেভর ও নর্থ ক্যারোলিনার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কর্মরত তাঁর গবেষণা দলের সহযোগীদের মতে, ইরেকটাইল ডিজফাংশনের ওপর স্পেস ফ্লাইটের প্রভাব আগে কখনোই জানার চেষ্টা করা হয়নি।
ফাসেব জার্নালে প্রকাশিত ওই নিবন্ধে গবেষকেরা বলেছেন, ‘যদিও ইরেকটাইল ডিজফাংশন ৪০ বছরের বেশি বয়সী অর্ধেকেরও বেশি পুরুষকে প্রভাবিত করে এবং মানুষের জীবনে সন্তুষ্ট থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু ইরেকটাইল ফাংশনে মহাকাশ ভ্রমণের পরিণতি কী কী না এর আগে জানার চেষ্টা করা হয়নি।’
পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, বায়ুমণ্ডলের কারণে মহাজাগতিক বিকিরণ থেকে অত্যন্ত সুরক্ষিত। কিন্তু চাঁদ ও মঙ্গল গ্রহে এমন কোনো প্রতিরক্ষা স্তর নেই যা মহাজাগতিক রশ্মিকে বাধা দিতে পারে। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের থাকা ক্রুরা বিভিন্ন প্রতিরক্ষা ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে কিছুটা সুরক্ষিত থাকলেও বিকিরণ খুব বেশি এড়াতে পারেন না। সেখানে তাঁরা এক সপ্তাহে যে পরিমাণ বিকিরণ নিজেদের শরীরে নেন পৃথিবীতে থাকলে সেই পরিমাণ বিকিরণ গ্রহণের জন্য এক বছর সময় লাগত।
গবেষক দল গবেষণার জন্য পরীক্ষামূলকভাবে ইঁদুর বেছে নিয়েছিলেন। তাদের ওপর এক বছর ধরে মহাজাগতিক বিভিন্ন রশ্মি প্রয়োগ করা হয়। এক বছর পর ইঁদুরগুলোর টিস্যু বিশ্লেষণ করে দেখা যায়, মহাজাগতিক রশ্মির কম এক্সপোজারও প্রাণীদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়। এটি লিঙ্গ ও ইরেকটাইল টিস্যুতে রক্ত সরবরাহকারী ধমনির কাজকে ব্যাহত করে। অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেওয়া বা লিঙ্গ ও ইরেকটাইল টিস্যুতে রক্ত সরবরাহকারী ধমনির কাজকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে ওজনহীনতাও প্রভাব ফেলে তবে এর মাত্রা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিবন্ধে গবেষকেরা বলেছেন, ‘সম্মিলিতভাবে এই ফলাফলগুলো পরামর্শ দেয় যে দীর্ঘদিন মহাকাশে থেকে পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের যৌন স্বাস্থ্যের একটি বড় অংশজুড়ে ইরেকটাইল টিস্যুগুলোর নিউরোভাসকুলার ফাংশন ব্যাহত হতে পারে।’ তবে এতে হতাশার কিছু নেই বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, চিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যুর কার্যকারিতা উন্নত করাও সম্ভব।
অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
১ দিন আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগেস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
২ দিন আগে