ফ্যাক্টচেক ডেস্ক
‘এবারে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিলেন অভিভাবকেরা’—এমন শিরোনামের একটি শর্ট ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। সম্প্রতি মুহাম্মদ নাঈম হোসাইন (MD: Nayeem Hossain) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো রয়েছে। এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিক্ষামন্ত্রী কি বললেন জেনে নিন এবং আপনার মতামত কমেন্টে বলে যান।’
আজ রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি টিকটকে দেড়শটি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১১ হাজারের বেশি।
ভাইরাল ভিডিওটি কিসের?
টিকটকে ভাইরাল ভিডিওটিতে থাকা বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির লোগোর সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউবে পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। এটি গত ১৫ ফেব্রুয়ারি “‘কিছু করা যাবে?” লিখে শিক্ষামন্ত্রীকে এসএমএস’ শিরোনামে পোস্ট করা হয়েছে। এটি ছিল এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর বিষয় সামনে আনেন।
তিনি বলেন, ‘এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কী করা যাবে? এমন কি রোল নম্বরও দিয়েছে। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে, সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কিছু করতে পারেন কি না!’
সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি।’
সংবাদ সম্মেলনে মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ওইদিনই সারা দেশে একযোগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ওইদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
অর্থাৎ শিক্ষামন্ত্রী মাধ্যমিক পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষা শুরুর দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর ব্যাপারে কথা বলেন। ওই সংবাদ সম্মেলনের ফুটেজের খণ্ডিত অংশ ব্যবহার করে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিয়েছেন অভিভাবকেরা— দাবিতে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
‘এবারে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিলেন অভিভাবকেরা’—এমন শিরোনামের একটি শর্ট ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। সম্প্রতি মুহাম্মদ নাঈম হোসাইন (MD: Nayeem Hossain) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো রয়েছে। এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিক্ষামন্ত্রী কি বললেন জেনে নিন এবং আপনার মতামত কমেন্টে বলে যান।’
আজ রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি টিকটকে দেড়শটি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১১ হাজারের বেশি।
ভাইরাল ভিডিওটি কিসের?
টিকটকে ভাইরাল ভিডিওটিতে থাকা বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির লোগোর সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউবে পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। এটি গত ১৫ ফেব্রুয়ারি “‘কিছু করা যাবে?” লিখে শিক্ষামন্ত্রীকে এসএমএস’ শিরোনামে পোস্ট করা হয়েছে। এটি ছিল এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর বিষয় সামনে আনেন।
তিনি বলেন, ‘এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কী করা যাবে? এমন কি রোল নম্বরও দিয়েছে। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে, সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কিছু করতে পারেন কি না!’
সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি।’
সংবাদ সম্মেলনে মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ওইদিনই সারা দেশে একযোগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ওইদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
অর্থাৎ শিক্ষামন্ত্রী মাধ্যমিক পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষা শুরুর দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর ব্যাপারে কথা বলেন। ওই সংবাদ সম্মেলনের ফুটেজের খণ্ডিত অংশ ব্যবহার করে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিয়েছেন অভিভাবকেরা— দাবিতে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে