ফ্যাক্টচেক ডেস্ক
গত ১৪ ফেব্রুয়ারি ছিল সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে এই দিনে দিবসটি পালন করা হয়। ওই দিনে ফেসবুকে ‘একই ঘটনা ঘটে গেল সুন্দরবনে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক রিলে পোস্ট করা ভিডিওটি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় দুই শ। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বন্য পরিবেশে কয়েকটি বাঘ এক ব্যক্তির ওপর আক্রমণ করেছে। বাঘের আক্রমণ থেকে লোকটিকে বাঁচাতে পাশ থেকে গুলি ছোড়া হচ্ছে।ভিডিওটি থেকে কিছু অংশ কেটে নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০ জুনে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওই সময় চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরে এক ব্যক্তি টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশ করেন এবং বাঘের আক্রমণের মুখে পড়েন। বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়।
একই দিন বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ঝাং। তিনি তাঁর দুই সন্তান, স্ত্রী এবং আরেকজন সহকর্মী ও তাঁর স্ত্রীসহ ইয়ংগার চিড়িয়াখানায় যান। চিড়িয়াখানায় প্রবেশের জন্য বাকিদের জন্য টিকিট কিনলেও ঝাং ও তাঁর বন্ধু টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশের সিদ্ধান্ত নেন। পরে চিড়িয়াখানার তিন মিটার উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে গিয়ে ঝাং পড়ে যান এবং বাঘের মুখোমুখি হন। বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানও ওই সময় চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল।
অর্থাৎ, সুন্দরবনে মানুষকে বাঘের আক্রমণ, দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত ৭ বছরের পুরোনো। চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরের ইয়ংগার চিড়িয়াখানায় এটি ঘটে।
গত ১৪ ফেব্রুয়ারি ছিল সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে এই দিনে দিবসটি পালন করা হয়। ওই দিনে ফেসবুকে ‘একই ঘটনা ঘটে গেল সুন্দরবনে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক রিলে পোস্ট করা ভিডিওটি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় দুই শ। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বন্য পরিবেশে কয়েকটি বাঘ এক ব্যক্তির ওপর আক্রমণ করেছে। বাঘের আক্রমণ থেকে লোকটিকে বাঁচাতে পাশ থেকে গুলি ছোড়া হচ্ছে।ভিডিওটি থেকে কিছু অংশ কেটে নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০ জুনে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওই সময় চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরে এক ব্যক্তি টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশ করেন এবং বাঘের আক্রমণের মুখে পড়েন। বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়।
একই দিন বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ঝাং। তিনি তাঁর দুই সন্তান, স্ত্রী এবং আরেকজন সহকর্মী ও তাঁর স্ত্রীসহ ইয়ংগার চিড়িয়াখানায় যান। চিড়িয়াখানায় প্রবেশের জন্য বাকিদের জন্য টিকিট কিনলেও ঝাং ও তাঁর বন্ধু টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশের সিদ্ধান্ত নেন। পরে চিড়িয়াখানার তিন মিটার উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে গিয়ে ঝাং পড়ে যান এবং বাঘের মুখোমুখি হন। বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানও ওই সময় চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল।
অর্থাৎ, সুন্দরবনে মানুষকে বাঘের আক্রমণ, দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত ৭ বছরের পুরোনো। চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরের ইয়ংগার চিড়িয়াখানায় এটি ঘটে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে