ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পাহাড়ি ঢালু পথের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সড়কটি বাংলাদেশের। গত ২৭ সেপ্টেম্বর মুহাম্মদ সাইফুল নামের এক ফেসবুক পেজ থেকে এমন এক ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে।
একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে ভিডিওটিকে সিলেট-জাফলং বর্ডারের দাবি করা হয়েছে। ভিডিওটি প্রায় ৮৯ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে থাকা সড়কটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রোডা জালানান নামের এক ইউটিউবে চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ১৭ নভেম্বর ৫৪ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি চ্যানেলটিতে প্রচার করা হয়। শুরুতেই আলোচিত ভিডিওটি দেখা যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের ট্রান্স-সুমাত্রা সড়ক থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। বাতু জোম্বা নামের এই ঢালু পথ উত্তর সুমাত্রা প্রদেশের সাউথ তপানুলি রাজ্যের সিপিরোক এলাকায় অবস্থিত। চ্যানেলটিতে একই স্থানের আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে পাওয়া এসব তথ্যের সূত্রে ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আনতারাতে ২০২২ সালের ২০ এপ্রিল একই স্থান নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, সে সময় রাস্তাটি সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বাংলাদেশের সড়ক দাবি করে প্রচারিত সড়কটির মিল পাওয়া যায়।
সিদ্ধান্ত
উপরের আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশ বা সিলেটের সড়ক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে থাকা সড়কটি প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার।
ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পাহাড়ি ঢালু পথের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সড়কটি বাংলাদেশের। গত ২৭ সেপ্টেম্বর মুহাম্মদ সাইফুল নামের এক ফেসবুক পেজ থেকে এমন এক ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে।
একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে ভিডিওটিকে সিলেট-জাফলং বর্ডারের দাবি করা হয়েছে। ভিডিওটি প্রায় ৮৯ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে থাকা সড়কটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রোডা জালানান নামের এক ইউটিউবে চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ১৭ নভেম্বর ৫৪ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি চ্যানেলটিতে প্রচার করা হয়। শুরুতেই আলোচিত ভিডিওটি দেখা যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের ট্রান্স-সুমাত্রা সড়ক থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। বাতু জোম্বা নামের এই ঢালু পথ উত্তর সুমাত্রা প্রদেশের সাউথ তপানুলি রাজ্যের সিপিরোক এলাকায় অবস্থিত। চ্যানেলটিতে একই স্থানের আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে পাওয়া এসব তথ্যের সূত্রে ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আনতারাতে ২০২২ সালের ২০ এপ্রিল একই স্থান নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, সে সময় রাস্তাটি সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বাংলাদেশের সড়ক দাবি করে প্রচারিত সড়কটির মিল পাওয়া যায়।
সিদ্ধান্ত
উপরের আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশ বা সিলেটের সড়ক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে থাকা সড়কটি প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৩ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৪ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৪ দিন আগে