ফ্যাক্টচেক ডেস্ক
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।
মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।
ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।
স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে মিছিলের এক ছবি সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ব্যানারে লেখা, ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই।’ গত ২২ ফেব্রুয়ারি পিকেবিকে_আরএস (PKBK_RS) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানার হাতে ছবিটি শর্ট ভিডিও আকারে পোস্ট করা হয়। সেটি আজ শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩০০ বারের কাছাকাছি, রিয়েকশন পড়েছে ছয় হাজারের বেশি।
মিছিলের ব্যানারের ছবিটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও শেয়ার হতে দেখা গেছে।
ব্যানারের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ২০১৯ সালের ৫ মে পোস্ট করা ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ওই দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে কালভার্ট রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বাগত ওই মিছিলে ‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানের পাশাপাশি, টিভি-সিনেমায় অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখা, দেয়ালে দেয়ালে সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও খাদ্যে ভেজাল না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটির সঙ্গে যুক্ত দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলোতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘খোশ আমদেদ, মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজেও একই ছবিগুলো পাওয়া যায়। ছবিগুলোর কোথাও ব্যানারে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান দেখা যায়নি।
স্পষ্টত, ২০১৯ সালে রমজান উপলক্ষে মাসটিকে স্বাগত জানিয়ে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ওই মিছিলের ব্যানারের ছবিকে এডিট করে সেখানে ‘নবীজির সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই’ শীর্ষক স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে