ফ্যাক্টচেক ডেস্ক
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। ভাঙা টিনের চালার নিচে কাদাপানির মধ্যে এক মা তাঁর শিশু সন্তানকে বুকে আগলে রেখেছেন— এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিটি গতকাল সোমবার (২৮ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালে ভোলার চরফ্যাশন থেকে তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছু নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করছি।’
ছবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, সন্তানকে মায়ের বুকে আগলে রাখার ভাইরাল ছবিটি চলতি বছরের মার্চের শুরু থেকেই ইন্টারনেটে বিদ্যমান। গত ৫ মার্চ রিয়াজ খান আকাশ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ৬ থেকে ৭ মার্চেও ছবিটি ফেসবুক, ইনস্টাগ্রামে পাওয়া যায়। অপরদিকে গত ২২ মে সাগরে সৃষ্ট লঘুচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৫ মে ঘূর্ণিঝড় রিমালে রূপ নেয়। অর্থাৎ ছবিটি ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
ছবিটির উৎস কী?
খালি চোখেই ভাইরাল ছবিটিতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। যেমন, ছবিতে মায়ের পায়ে আঙুল ৬টি। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে এ ধরনের অসংগতি থাকে।
এসব অসংগতির কারণে ছবিটি এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এতে দেখা যায়, ছবিটি শতভাগ এআই দিয়ে তৈরি।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। ভাঙা টিনের চালার নিচে কাদাপানির মধ্যে এক মা তাঁর শিশু সন্তানকে বুকে আগলে রেখেছেন— এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিটি গতকাল সোমবার (২৮ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালে ভোলার চরফ্যাশন থেকে তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছু নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করছি।’
ছবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, সন্তানকে মায়ের বুকে আগলে রাখার ভাইরাল ছবিটি চলতি বছরের মার্চের শুরু থেকেই ইন্টারনেটে বিদ্যমান। গত ৫ মার্চ রিয়াজ খান আকাশ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ৬ থেকে ৭ মার্চেও ছবিটি ফেসবুক, ইনস্টাগ্রামে পাওয়া যায়। অপরদিকে গত ২২ মে সাগরে সৃষ্ট লঘুচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৫ মে ঘূর্ণিঝড় রিমালে রূপ নেয়। অর্থাৎ ছবিটি ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
ছবিটির উৎস কী?
খালি চোখেই ভাইরাল ছবিটিতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। যেমন, ছবিতে মায়ের পায়ে আঙুল ৬টি। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে এ ধরনের অসংগতি থাকে।
এসব অসংগতির কারণে ছবিটি এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এতে দেখা যায়, ছবিটি শতভাগ এআই দিয়ে তৈরি।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে