ফ্যাক্টচেক ডেস্ক
পোষা চিতাবাঘের সঙ্গে গুলমিনা নামে এক পাকিস্তানি কিশোরীর ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটির সঙ্গে একটি গল্পও জুড়ে দেওয়া হয়েছে। সে গল্পে বলা, ‘পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের শামশালের মদন তহসিল নামে একটি দূরবর্তী স্থানে একটি ছবিতে দেখা যাচ্ছে গুলমিনা নামের একটি মেয়ে একটি বড় তুষার চিতাবাঘের সঙ্গে শান্তভাবে বসে আছে। গত ১৫ ঘণ্টায় এই ছবিটি খুব জনপ্রিয় হয়েছে। এটি একটি বাস্তব ছবি কিনা তা নিয়ে লোকেরা অনেক কথা বলছে। কিছু টুইট বলে, গুলমিনা তুষার চিতাবাঘটিকে খুব ছোট থেকে বড় করেছিল, ভেবেছিল এটি একটি হারিয়ে যাওয়া বিড়ালছানা।’ গল্প ও ছবির সূত্রে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সিকে।
গল্প ও ছবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
গল্প ও ছবির সূত্রে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সির সংবাদটিতে ছবিটি প্রসঙ্গে একই গল্প তুলে ধরে বলা হয়, চিতাবাঘের সঙ্গে ভাইরাল ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন, এই ঘটনা সত্য আবার কেউ বলছেন এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। যদিও অধিকাংশ মানুষই বিশ্বাস করছে ঘটনাটি সত্য এবং তাদের কাছে এই গল্প অনেক জনপ্রিয়তা পেয়েছে। সংবাদটিতে ছবিটির ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ট্রাভেল বিউটিফুল পাকিস্তান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার (৩ এপ্রিল) করা একটি পোস্টে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘শিরিন এবং তাঁর সঙ্গী’। ছবিটির কৃতজ্ঞতা দেওয়া হয় ‘বাবরাক (babrakk) ’ নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে।
‘বাবরাক (babrakk)’ নামের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, ছবিটি গত ২৪ মার্চ পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘শিরিন ও তার ভয়ংকর সঙ্গীর একটি দুর্দান্ত জুটি।’
পোস্টটির কমেন্টবক্সে হামজা আসগর বুখারি নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে জানতে চাওয়া হয় ছবিটি বাবরাক কোথায় পেয়েছেন? কমেন্টের উত্তরে বাবরাক অ্যাকাউন্টটি থেকে বলা হয়, এটি তিনি ‘মিডজার্নি’ এআই দিয়ে তৈরি করেছেন। মূল ছবিটিতেও ‘/MIDJOURNEY’ লেখা দেখতে পাওয়া যায়। বাবরাক নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ঘুরে চিতাবাঘের সঙ্গে কিশোরীর বসে থাকার ভাইরাল ছবিটির মতো আরও একাধিক ছবি পাওয়া যায়। ছবিগুলোতেও ‘/MIDJOURNEY’ লেখা রয়েছে।
অর্থাৎ পোষা চিতাবাঘের সঙ্গে পাকিস্তানি কিশোরীর ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
প্রসঙ্গত, মিডজার্নি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের নাম। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারে। মিডজার্নি প্ল্যাটফর্মে সামান্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে যে কেউ উপযুক্ত নির্দেশনা দিয়ে এমন ছবি তৈরি করতে পারেন।
পোষা চিতাবাঘের সঙ্গে গুলমিনা নামে এক পাকিস্তানি কিশোরীর ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটির সঙ্গে একটি গল্পও জুড়ে দেওয়া হয়েছে। সে গল্পে বলা, ‘পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের শামশালের মদন তহসিল নামে একটি দূরবর্তী স্থানে একটি ছবিতে দেখা যাচ্ছে গুলমিনা নামের একটি মেয়ে একটি বড় তুষার চিতাবাঘের সঙ্গে শান্তভাবে বসে আছে। গত ১৫ ঘণ্টায় এই ছবিটি খুব জনপ্রিয় হয়েছে। এটি একটি বাস্তব ছবি কিনা তা নিয়ে লোকেরা অনেক কথা বলছে। কিছু টুইট বলে, গুলমিনা তুষার চিতাবাঘটিকে খুব ছোট থেকে বড় করেছিল, ভেবেছিল এটি একটি হারিয়ে যাওয়া বিড়ালছানা।’ গল্প ও ছবির সূত্রে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সিকে।
গল্প ও ছবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
গল্প ও ছবির সূত্রে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সির সংবাদটিতে ছবিটি প্রসঙ্গে একই গল্প তুলে ধরে বলা হয়, চিতাবাঘের সঙ্গে ভাইরাল ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন, এই ঘটনা সত্য আবার কেউ বলছেন এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। যদিও অধিকাংশ মানুষই বিশ্বাস করছে ঘটনাটি সত্য এবং তাদের কাছে এই গল্প অনেক জনপ্রিয়তা পেয়েছে। সংবাদটিতে ছবিটির ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ট্রাভেল বিউটিফুল পাকিস্তান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার (৩ এপ্রিল) করা একটি পোস্টে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘শিরিন এবং তাঁর সঙ্গী’। ছবিটির কৃতজ্ঞতা দেওয়া হয় ‘বাবরাক (babrakk) ’ নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে।
‘বাবরাক (babrakk)’ নামের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, ছবিটি গত ২৪ মার্চ পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘শিরিন ও তার ভয়ংকর সঙ্গীর একটি দুর্দান্ত জুটি।’
পোস্টটির কমেন্টবক্সে হামজা আসগর বুখারি নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে জানতে চাওয়া হয় ছবিটি বাবরাক কোথায় পেয়েছেন? কমেন্টের উত্তরে বাবরাক অ্যাকাউন্টটি থেকে বলা হয়, এটি তিনি ‘মিডজার্নি’ এআই দিয়ে তৈরি করেছেন। মূল ছবিটিতেও ‘/MIDJOURNEY’ লেখা দেখতে পাওয়া যায়। বাবরাক নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ঘুরে চিতাবাঘের সঙ্গে কিশোরীর বসে থাকার ভাইরাল ছবিটির মতো আরও একাধিক ছবি পাওয়া যায়। ছবিগুলোতেও ‘/MIDJOURNEY’ লেখা রয়েছে।
অর্থাৎ পোষা চিতাবাঘের সঙ্গে পাকিস্তানি কিশোরীর ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
প্রসঙ্গত, মিডজার্নি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের নাম। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারে। মিডজার্নি প্ল্যাটফর্মে সামান্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে যে কেউ উপযুক্ত নির্দেশনা দিয়ে এমন ছবি তৈরি করতে পারেন।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে