ফ্যাক্টচেক ডেস্ক
গত ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত এক ম্যানহোলের ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু মেয়ররাই নয়, সাধারণ নাগরিকেরাও দায়ী। কারণ, তারা এই বোতলগুলো ম্যানহোলে ফেলেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত খোলা ম্যানহোলের ছবিটি ঢাকার কোনো স্থানের ছবি নয়। এটি ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা হয়েছিল।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে ২০১৯ সালের ৯ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে বর্ষার ভারী বৃষ্টিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনে পাটনা শহরের জলাবদ্ধতার কারণ উল্লেখ করতে গিয়ে প্লাস্টিকের ভয়াবহতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ব্যবহার করা হয়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাটনার সুয়ারেজ লাইন থেকে প্লাস্টিকের বোতল এবং ব্যাগ পরিষ্কার করা হয়েছে। তবে ছবিটিতে চিত্রগ্রাহকের কোনো নাম দেওয়া হয়নি। তবে ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ এএফপি ফ্যাক্টচেককে ছবিটি তাঁর তোলা বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পাটনার রাজেন্দ্র নগর থেকে ২০১৯ সালের ৩ অক্টোবর ছবিটি তুলেছিলেন।
সিদ্ধান্ত
ঢাকায় গত ২২ সেপ্টেম্বর জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি খোলা ম্যানহোলের ছবি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো স্থানের ছবি নয়। ভারতের পাটনা থেকে ২০১৯ সালে তোলা একটি ছবিকে এই দাবিতে প্রচার করা হয়।
গত ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত এক ম্যানহোলের ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু মেয়ররাই নয়, সাধারণ নাগরিকেরাও দায়ী। কারণ, তারা এই বোতলগুলো ম্যানহোলে ফেলেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত খোলা ম্যানহোলের ছবিটি ঢাকার কোনো স্থানের ছবি নয়। এটি ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা হয়েছিল।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে ২০১৯ সালের ৯ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে বর্ষার ভারী বৃষ্টিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনে পাটনা শহরের জলাবদ্ধতার কারণ উল্লেখ করতে গিয়ে প্লাস্টিকের ভয়াবহতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ব্যবহার করা হয়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাটনার সুয়ারেজ লাইন থেকে প্লাস্টিকের বোতল এবং ব্যাগ পরিষ্কার করা হয়েছে। তবে ছবিটিতে চিত্রগ্রাহকের কোনো নাম দেওয়া হয়নি। তবে ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ এএফপি ফ্যাক্টচেককে ছবিটি তাঁর তোলা বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পাটনার রাজেন্দ্র নগর থেকে ২০১৯ সালের ৩ অক্টোবর ছবিটি তুলেছিলেন।
সিদ্ধান্ত
ঢাকায় গত ২২ সেপ্টেম্বর জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি খোলা ম্যানহোলের ছবি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো স্থানের ছবি নয়। ভারতের পাটনা থেকে ২০১৯ সালে তোলা একটি ছবিকে এই দাবিতে প্রচার করা হয়।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
৩ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
৪ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৫ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৫ দিন আগে