ফ্যাক্টচেক ডেস্ক
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ফেসবুকে তিনটি অন্তরঙ্গ ছবি ও ফেসবুক মেসেঞ্জার চ্যাটের কিছু স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে, এসব ছবি ও চ্যাট আসিফ মাহমুদের। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের ফেসবুক মনিটরিংয়ে এমন তিনটি ছবি ও চ্যাটের কিছু স্ক্রিনশট পাওয়া গেছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন আজ সোমবার (২৬ আগস্ট) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এমন দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘উপদেষ্টা আসিফের কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমার ইনবক্সে এসব এসেছিল। যেখানে স্ক্রিনশটে মেয়েটি ছবিগুলো ফাঁস করার হুমকি দিচ্ছিল। আসিফ উপহারের টোপ দিয়ে বলেন, এগুলো যাতে প্রকাশ করা না হয়।’
ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
উপদেষ্টা আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি দাবিতে ভাইরাল এমন একটি ছবি রিভার্স ইমেজ অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘alexystar 07’ নামের একটি অ্যাকাউন্টে পাওয়া যায়। গত ৮ জুন ছবিটি পোস্ট করা হয়। ছবিতে থাকা তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার মিল রয়েছে। এই ছবির তরুণের মুখাবয়ব সম্পাদনা করে সেখানে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।
একই পদ্ধতিতে অনুসন্ধান করে স্ক্রলার নামের একটি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ‘গার্ল হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে থাকা তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার মিল রয়েছে। এখানেও তরুণের মুখাবয়ব সম্পাদনা করে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।আসিফ মাহমুদের ব্যক্তিগত ছবি দাবিতে ভাইরাল এ ছবিটি পাওয়া যায় ভিজ্যুয়াল ডিসকভারি সার্চ ইঞ্জিন পিন্টারেস্ট–এ। ‘উইশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার সঙ্গে এ ছবির তরুণীর চেহারার মিল রয়েছে। এ ছবিতেও একই কায়দায় তরুণের মুখাবয়ব সম্পাদনা করে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি দাবিতে ভাইরাল ছবিগুলো এডিটেড।
মেসেঞ্জার চ্যাটগুলোও বানোয়াট
জনৈক তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের মেসেঞ্জার চ্যাট দাবিতে ভাইরাল স্ক্রিনশটগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, চ্যাটের স্ক্রিনশটগুলো আসল নয়। বিনামূল্যের কিছু ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করে এমন স্ক্রিনশট তৈরি করা যায়। কথিত চ্যাটের স্ক্রিনশটগুলোতে অসংগতিও নজরে পড়েছে। যেমন, ভাইরাল চ্যাটে আসিফ মাহমুদের নামের নিচে ‘অ্যাকটিভ নাও’ এবং পাশে সবুজ বিন্দু দেখা যাচ্ছে। এই সবুজ বিন্দু ব্যবহারকারী সক্রিয় আছেন বোঝায়।
কেউ মেসেঞ্জারে অ্যাকটিভ বা সক্রিয় থাকলে প্রতিটি চ্যাট বক্সের বাম পাশেও এই সবুজ বিন্দু দেখায়। বানোয়াট স্ক্রিনশটে এই সবুজ বিন্দু থাকে না। আসিফ মাহমুদের কথিত চ্যাটের স্ক্রিনশটগুলোতেও চ্যাটবক্সে সবুজ চিহ্ন নেই। যদিও আসিফ মাহমুদের নামের নিচে ‘অ্যাকটিভ নাও’ দেখাচ্ছে।
স্ক্রিনশটে এমন অসংগতি ও ভিন্ন ব্যক্তির ছবি সম্পাদনা থেকে এটি স্পষ্ট যে, উপদেষ্টা আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি ও চ্যাটের স্ক্রিনশটগুলো বানোয়াট।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ফেসবুকে তিনটি অন্তরঙ্গ ছবি ও ফেসবুক মেসেঞ্জার চ্যাটের কিছু স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে, এসব ছবি ও চ্যাট আসিফ মাহমুদের। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের ফেসবুক মনিটরিংয়ে এমন তিনটি ছবি ও চ্যাটের কিছু স্ক্রিনশট পাওয়া গেছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন আজ সোমবার (২৬ আগস্ট) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এমন দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘উপদেষ্টা আসিফের কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমার ইনবক্সে এসব এসেছিল। যেখানে স্ক্রিনশটে মেয়েটি ছবিগুলো ফাঁস করার হুমকি দিচ্ছিল। আসিফ উপহারের টোপ দিয়ে বলেন, এগুলো যাতে প্রকাশ করা না হয়।’
ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
উপদেষ্টা আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি দাবিতে ভাইরাল এমন একটি ছবি রিভার্স ইমেজ অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘alexystar 07’ নামের একটি অ্যাকাউন্টে পাওয়া যায়। গত ৮ জুন ছবিটি পোস্ট করা হয়। ছবিতে থাকা তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার মিল রয়েছে। এই ছবির তরুণের মুখাবয়ব সম্পাদনা করে সেখানে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।
একই পদ্ধতিতে অনুসন্ধান করে স্ক্রলার নামের একটি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ‘গার্ল হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে থাকা তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার মিল রয়েছে। এখানেও তরুণের মুখাবয়ব সম্পাদনা করে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।আসিফ মাহমুদের ব্যক্তিগত ছবি দাবিতে ভাইরাল এ ছবিটি পাওয়া যায় ভিজ্যুয়াল ডিসকভারি সার্চ ইঞ্জিন পিন্টারেস্ট–এ। ‘উইশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার সঙ্গে এ ছবির তরুণীর চেহারার মিল রয়েছে। এ ছবিতেও একই কায়দায় তরুণের মুখাবয়ব সম্পাদনা করে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি দাবিতে ভাইরাল ছবিগুলো এডিটেড।
মেসেঞ্জার চ্যাটগুলোও বানোয়াট
জনৈক তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের মেসেঞ্জার চ্যাট দাবিতে ভাইরাল স্ক্রিনশটগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, চ্যাটের স্ক্রিনশটগুলো আসল নয়। বিনামূল্যের কিছু ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করে এমন স্ক্রিনশট তৈরি করা যায়। কথিত চ্যাটের স্ক্রিনশটগুলোতে অসংগতিও নজরে পড়েছে। যেমন, ভাইরাল চ্যাটে আসিফ মাহমুদের নামের নিচে ‘অ্যাকটিভ নাও’ এবং পাশে সবুজ বিন্দু দেখা যাচ্ছে। এই সবুজ বিন্দু ব্যবহারকারী সক্রিয় আছেন বোঝায়।
কেউ মেসেঞ্জারে অ্যাকটিভ বা সক্রিয় থাকলে প্রতিটি চ্যাট বক্সের বাম পাশেও এই সবুজ বিন্দু দেখায়। বানোয়াট স্ক্রিনশটে এই সবুজ বিন্দু থাকে না। আসিফ মাহমুদের কথিত চ্যাটের স্ক্রিনশটগুলোতেও চ্যাটবক্সে সবুজ চিহ্ন নেই। যদিও আসিফ মাহমুদের নামের নিচে ‘অ্যাকটিভ নাও’ দেখাচ্ছে।
স্ক্রিনশটে এমন অসংগতি ও ভিন্ন ব্যক্তির ছবি সম্পাদনা থেকে এটি স্পষ্ট যে, উপদেষ্টা আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি ও চ্যাটের স্ক্রিনশটগুলো বানোয়াট।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
২ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে