স্পিকার সুস্থ আছেন, বাজেট অধিবেশনে সভাপতিত্ব করছেন

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২১, ১৫: ১৪

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ এবং তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন তথ্যসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। পোস্টটি শেয়ার দিয়ে অনেকেই স্পিকারের সুস্থতা কামনা করছেন। ফেসবুকে এ সংক্রান্ত তিন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া গেছে।

স্পিকারের অসুস্থতার খবর ও ছবিটি তিন শতাধিক আইডি থেকে শেয়ার হয়েছেফ্যাক্টচেক
কি-ওয়ার্ড সার্চ করে স্পিকারের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত সর্বশেষ খবর পাওয়া যায় ২০১৬ সালের ৩১ মে। বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়- ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার রাতে অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আজ সোমবার রাতে সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পিকারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি উপস্থিত চিকিৎসকদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং স্পিকারের দ্রুত রোগ মুক্তি কামনা করেন’।

২০১৬ সালের ৩১ মে বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্পিকারের অসুস্থতার খবর জানানো হয়বর্তমানে স্পিকারের অসুস্থতাজনিত পোস্টে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে, তা ওই দিন একাধিক গণমাধ্যমে বাসস-এর বরাতে প্রকাশিত হয়।

আলোচিত ছবিটি ২০১৬ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলএদিকে গতকাল বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অধিবেশনে দেখা যায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবারের অধিবেশন শুরু হয়েছে। জানা যায়, কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।

গতকাল বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরীগতকাল অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মাজহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ, রুমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

আজ অধিবেশনের দ্বিতীয় দিনেও সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সিদ্ধান্ত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুস্থ আছেন এবং চলমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। তাঁর অসুস্থতার খবর দিয়ে ফেসবুক পোস্টগুলো সঠিক নয়।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত