ফ্যাক্টচেক ডেস্ক
প্রেক্ষাপট: ফেসবুকে কিছু পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যায় বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার একটি গাড়ি কিছু মানুষ ভাঙচুর করছেন। পোস্টে দাবি করা হয়েছে, ‘লকডাউনে’ পুলিশের গাড়ি ভাঙচুর করার দৃশ্য এটি।
ফেসবুকে অনুসন্ধান করে এই ভিডিওটি অন্তত অর্ধশত পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। রেডিও গুলিস্তান নামের একটি ফেসবুক পেজ থেকে ৪ ঘণ্টা ১ মিনিট ২০ সেকেন্ডের এরকম একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ৫ এপ্রিল থেকে শুরু হওয়া করোনা বিধিনিষেধ নিশ্চিত করার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা। পোস্টে ৮২ হাজার শেয়ার, ৩৯ হাজার কমেন্ট, আড়াই লাখ রিয়্যাক্ট দেখা যায়। ভিডিওটি শুধু সে পেজ থেকেই দেখেছে ৪.৫ মিলিয়ন মানুষ। এছাড়াও ইসলামিক টিউন পেজে ১.৮ মিলিয়ন ও সুমন আহমেদ নিলয় আইডি থেকে প্রায় দু’লাখ মানুষ ভিডিওটি দেখেছে।
ফ্যাক্ট চেক: অ্যাডভান্স সার্চ চালিয়ে দেখা যায় ফেসবুকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ২০২০ সালের ১৩ মে। ইউটিউবের দু’টি চ্যানেল থেকেও ভিডিওটি ২০২০ সালের ১৩ ও ১৪ মে তারিখে দক্ষিণখানের ঘটনা বলে আপলোড করা হয়।
প্রথম আলোর খবর অনুযায়ী, 'গত বছরের ১৩ মে দক্ষিণখান কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর আক্রমণ করেন। এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহতও হন।'
ফলাফল: ভিডিওটির সঙ্গে চলমান লকডাউন বা কঠোর নিষেধাজ্ঞার কোন সম্পর্ক নেই। এটি ভিন্ন প্রেক্ষাপটে করা পুরনো ভিডিও।
প্রেক্ষাপট: ফেসবুকে কিছু পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যায় বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার একটি গাড়ি কিছু মানুষ ভাঙচুর করছেন। পোস্টে দাবি করা হয়েছে, ‘লকডাউনে’ পুলিশের গাড়ি ভাঙচুর করার দৃশ্য এটি।
ফেসবুকে অনুসন্ধান করে এই ভিডিওটি অন্তত অর্ধশত পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। রেডিও গুলিস্তান নামের একটি ফেসবুক পেজ থেকে ৪ ঘণ্টা ১ মিনিট ২০ সেকেন্ডের এরকম একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ৫ এপ্রিল থেকে শুরু হওয়া করোনা বিধিনিষেধ নিশ্চিত করার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা। পোস্টে ৮২ হাজার শেয়ার, ৩৯ হাজার কমেন্ট, আড়াই লাখ রিয়্যাক্ট দেখা যায়। ভিডিওটি শুধু সে পেজ থেকেই দেখেছে ৪.৫ মিলিয়ন মানুষ। এছাড়াও ইসলামিক টিউন পেজে ১.৮ মিলিয়ন ও সুমন আহমেদ নিলয় আইডি থেকে প্রায় দু’লাখ মানুষ ভিডিওটি দেখেছে।
ফ্যাক্ট চেক: অ্যাডভান্স সার্চ চালিয়ে দেখা যায় ফেসবুকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ২০২০ সালের ১৩ মে। ইউটিউবের দু’টি চ্যানেল থেকেও ভিডিওটি ২০২০ সালের ১৩ ও ১৪ মে তারিখে দক্ষিণখানের ঘটনা বলে আপলোড করা হয়।
প্রথম আলোর খবর অনুযায়ী, 'গত বছরের ১৩ মে দক্ষিণখান কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর আক্রমণ করেন। এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহতও হন।'
ফলাফল: ভিডিওটির সঙ্গে চলমান লকডাউন বা কঠোর নিষেধাজ্ঞার কোন সম্পর্ক নেই। এটি ভিন্ন প্রেক্ষাপটে করা পুরনো ভিডিও।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে