‘লকডাউনে’ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে?

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ২০: ২৯

প্রেক্ষাপট:  ফেসবুকে কিছু পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যায় বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার একটি গাড়ি কিছু মানুষ ভাঙচুর করছেন। পোস্টে দাবি করা হয়েছে, ‘লকডাউনে’ পুলিশের গাড়ি ভাঙচুর করার দৃশ্য এটি।

ফেসবুকে অনুসন্ধান করে এই ভিডিওটি অন্তত অর্ধশত পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। রেডিও গুলিস্তান নামের একটি ফেসবুক পেজ থেকে ৪ ঘণ্টা ১ মিনিট ২০ সেকেন্ডের এরকম একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ৫ এপ্রিল থেকে শুরু হওয়া করোনা বিধিনিষেধ নিশ্চিত করার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা। পোস্টে ৮২ হাজার শেয়ার, ৩৯ হাজার কমেন্ট, আড়াই লাখ রিয়্যাক্ট দেখা যায়। ভিডিওটি শুধু সে পেজ থেকেই দেখেছে ৪.৫ মিলিয়ন মানুষ। এছাড়াও ইসলামিক টিউন পেজে ১.৮ মিলিয়ন ও সুমন আহমেদ নিলয় আইডি থেকে প্রায় দু’লাখ মানুষ ভিডিওটি দেখেছে।

ফ্যাক্ট চেক: অ্যাডভান্স সার্চ চালিয়ে দেখা যায় ফেসবুকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ২০২০ সালের ১৩ মে। ইউটিউবের দু’টি চ্যানেল থেকেও ভিডিওটি ২০২০ সালের ১৩ ও ১৪ মে তারিখে দক্ষিণখানের ঘটনা বলে আপলোড করা হয়।

প্রথম আলোর খবর অনুযায়ী, 'গত বছরের ১৩ মে দক্ষিণখান কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর আক্রমণ করেন। এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহতও হন।'

ফলাফল: ভিডিওটির সঙ্গে চলমান লকডাউন বা কঠোর নিষেধাজ্ঞার কোন সম্পর্ক নেই। এটি ভিন্ন প্রেক্ষাপটে করা পুরনো ভিডিও। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত