ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার নয়

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২১, ১৭: ৪৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক জায়গায় গাছ কাটা হচ্ছে এবং পাশে মাটিতে কয়েকটি পাখি পড়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা কার্যক্রমের ছবি এটি। আরও দাবি করা হয়, এই গাছ কাটার ফলে এক জোড়া সারস পাখির বাসা ধ্বংস হয়ে গেছে এবং দুটি সারস-ছানা মারা গেছে।

পোস্টগুলোর কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা নানা তির্যক মন্তব্য করছেন।

ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি ২০১৩ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে।
তবে তারও আগে, ২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসাবে ব্যবহার করে একটি বই প্রকাশিত হয়। মাথরুভূমি বুকস থেকে প্রকাশিত বইটি লিখেছেন জি নির্মালা। বইটির কেরালা বুক স্টোরের লিংক দেখুন এখানে

২০১০ সালে প্রকাশিত মালায়লাম ভাষার একটি বইতে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবি: সংগৃহীত

২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডটব্লগস্পট ডটকমে ছবিটি পাওয়া যায়।

ভেনেগাল ডট ব্লগস্পট ডট কমে ছবিটি পোস্ট করা হয় ২০১৩ সালে। ছবি: সংগৃহীত

ছবিটি ২০১৯ সালে একটি বাংলা ব্লগেও পাওয়া গেছে। সোনেলা ব্লগ নামের সাইটটিতে ছবিটি পোস্ট করা হয়েছিল ২০১৯ সালে। দেখুন এখানে

অর্থাৎ পুরনো একটি ছবিকে সাম্প্রতিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনার ছবি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত