ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকে একজন নারীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি পীরগঞ্জে ধর্মীয় উসকানীর ঘটনার ভূক্তভোগী। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ওই নারীর নাম পূর্ণিমা রাণী।
পূর্ণিমার উক্তি দাবি করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘পূর্ণিমা রাণী বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তার দুই তরুণী মেয়ে কোথায়, জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, গরু নিয়ে যায়। ঘরে আগুন লাগিয়ে যায়।’
ফেসবুকে ১৮ অক্টোবর থেকে এই ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। প্রতিমুহুর্তে ছবিটি পোস্ট ও শেয়ার করার সংখ্যা বাড়ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, ছবিটি পুরোনো এবং ভিন্ন ঘটনার। ২০১৭ সালের ১০ নভেম্বর বিডিনিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।
ওই নারীর একই মুহুর্তে তোলা আরেকটি ছবি ২০১৭ সালের ১০ নভেম্বর ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন দুটি থেকে জানা যায়, মূলত, ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্টের প্রেক্ষিতে ২০১৭ সালের ১০ নভেম্বর রংপুর সদরে কয়েক শ মানুষ একটি গ্রামে হামলা চালায়। ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু লোক বাস করতেন। ওই সময় পুলিশের গুলিতে অন্তত একজন নিহত হয়েছিল।
ফেসবুকে সম্প্রতি ভাইরাল পোস্টগুলোতে পূর্ণিমা রানীর বক্তব্য দাবিতে যে উক্তি লেখা হচ্ছে, সেটি কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৮ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায় ।
‘কী দোষ করছিলাম, কেন আমাদের সব শেষ করে দিল’ শিরোনামের ওই প্রতিবেদনে পূর্ণিমা রানী নামে এক নারীর বক্তব্য লেখা হয়।
ওই প্রতিবেদনে পূর্ণিমা রানী বলেন, ‘হামলাকারীরা বাড়িতে ঢুকে তাঁর দুই তরুণী মেয়ে কোথায়, তা জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে ৫০ হাজার টাকা ও একটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। গ্রামের নিরঞ্জন রায় বলেন, ১৫টি পরিবারের ২১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গ্রামের অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা অন্তত ২৫টি গরু ও ১০টি ছাগল নিয়ে গেছে।’
ওই প্রতিবেদনে পূর্ণিমা রানীর কোনো ছবি প্রকাশ করা হয়নি। প্রথম আলোর ইউটিউব চ্যানেলে একই বিষয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে কয়েকজন নারীকে দেখা গেলেও ফেসবুকে প্রচারিত পূর্ণিমা রাণীর ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
সম্প্রতি ফেসবুকে ক্রন্দনরত যে নারীর ছবি ভাইরাল হয়েছে তিনি পীরগঞ্জে ধর্মীয় সহিংসতায় ভূক্তভোগী পুর্ণিমা রাণী নন। ২০১৭ সালের ১০ নভেম্বর রংপুর সদরে অন্য একটি সহিংসতার ঘটনায় ভূক্তভোগী নারীর ছবি এটি।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
সম্প্রতি ফেসবুকে একজন নারীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি পীরগঞ্জে ধর্মীয় উসকানীর ঘটনার ভূক্তভোগী। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ওই নারীর নাম পূর্ণিমা রাণী।
পূর্ণিমার উক্তি দাবি করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘পূর্ণিমা রাণী বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তার দুই তরুণী মেয়ে কোথায়, জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, গরু নিয়ে যায়। ঘরে আগুন লাগিয়ে যায়।’
ফেসবুকে ১৮ অক্টোবর থেকে এই ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। প্রতিমুহুর্তে ছবিটি পোস্ট ও শেয়ার করার সংখ্যা বাড়ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, ছবিটি পুরোনো এবং ভিন্ন ঘটনার। ২০১৭ সালের ১০ নভেম্বর বিডিনিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।
ওই নারীর একই মুহুর্তে তোলা আরেকটি ছবি ২০১৭ সালের ১০ নভেম্বর ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন দুটি থেকে জানা যায়, মূলত, ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্টের প্রেক্ষিতে ২০১৭ সালের ১০ নভেম্বর রংপুর সদরে কয়েক শ মানুষ একটি গ্রামে হামলা চালায়। ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু লোক বাস করতেন। ওই সময় পুলিশের গুলিতে অন্তত একজন নিহত হয়েছিল।
ফেসবুকে সম্প্রতি ভাইরাল পোস্টগুলোতে পূর্ণিমা রানীর বক্তব্য দাবিতে যে উক্তি লেখা হচ্ছে, সেটি কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৮ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায় ।
‘কী দোষ করছিলাম, কেন আমাদের সব শেষ করে দিল’ শিরোনামের ওই প্রতিবেদনে পূর্ণিমা রানী নামে এক নারীর বক্তব্য লেখা হয়।
ওই প্রতিবেদনে পূর্ণিমা রানী বলেন, ‘হামলাকারীরা বাড়িতে ঢুকে তাঁর দুই তরুণী মেয়ে কোথায়, তা জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে ৫০ হাজার টাকা ও একটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। গ্রামের নিরঞ্জন রায় বলেন, ১৫টি পরিবারের ২১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গ্রামের অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা অন্তত ২৫টি গরু ও ১০টি ছাগল নিয়ে গেছে।’
ওই প্রতিবেদনে পূর্ণিমা রানীর কোনো ছবি প্রকাশ করা হয়নি। প্রথম আলোর ইউটিউব চ্যানেলে একই বিষয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে কয়েকজন নারীকে দেখা গেলেও ফেসবুকে প্রচারিত পূর্ণিমা রাণীর ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
সম্প্রতি ফেসবুকে ক্রন্দনরত যে নারীর ছবি ভাইরাল হয়েছে তিনি পীরগঞ্জে ধর্মীয় সহিংসতায় ভূক্তভোগী পুর্ণিমা রাণী নন। ২০১৭ সালের ১০ নভেম্বর রংপুর সদরে অন্য একটি সহিংসতার ঘটনায় ভূক্তভোগী নারীর ছবি এটি।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
২ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে