রক্তাক্ত শিশুর ছবিটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২১, ১৪: ৩৮

রক্তাক্ত একটি শিশুর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। সাদা পোশাক পরিহিত শিশুর এ ছবিটি পুরনো। এমনকি এটি বাংলাদেশে তোলা ছবিও নয়। সামাজিক মাধ্যম টুইটার ও ফেসবুকে ছবিটি ২০১৯ ও ২০২০ সালে একাধিকবার ভাইরাল হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি হেফাজতে ইসলামের মোদি-বিরোধী আন্দোলনের। এম ডি নাইম আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্যাপশন দেয়া হয়- ‘আহা কি দৃশ্য আজ আমাদের জাতীয় মসজিদের দৃশ্য! বায়তুল মোকাররম মসজিদে ঢুকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নজিরবিহীন হামলা! রক্তাক্ত বাংলাদেশ! রক্তাক্ত বাংলাদেশের সবচেয়ে বড় পবিত্র মসজিদ’।

ছবিটির ব্যাপারে রিভার্স সার্চ করে দেখা গেছে, ছবিটি ২০১৯ ও ২০২০ সালের একাধিক সময়ে টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে টুইটারে পোস্ট করা এমন একটি ছবি পাওয়া যায়। এছাড়া ফেসবুকেও ২০২০ সালে ছবিটি পোস্ট করা হয়েছিল।

ছবিটির ব্যাপারে আরও বিস্তারিত সার্চ করে রক্তাক্ত শিশুর ছবিটির একটি ভিডিও ভার্সন পাওয়া গেছে। ২০১৯ সালের ২১ ডিসেম্বর একটি টুইটার থ্রেডে ভিডিওটি পাওয়া যায়। টুইটারে সেই কমেন্টটির ক্যাপশনে বলা হয়েছে, ভিডিওটি ভারতের উত্তর-প্রদেশের নাজিবাবাদের ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত