ফ্যাক্টচেক ডেস্ক
বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের মাজার সফরের দুটি পুরোনো ছবি দিয়ে দাবি করা হয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ইসলাম গ্রহণ করেছেন।
গত ১৯ মার্চ ফেসবুকে আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে এই দাবি করা হয়।
পোস্টে যুক্ত করা ক্যাটরিনার প্রথম ছবিটি ২০১৩ সালে উত্তর প্রদেশে অবস্থিত সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়, এখানে তিনি তাঁর ছবির একটি গান চিত্রায়ন করতে চান। এটা ছিল ওই দরবারে ক্যাটরিনার ৫ম সফর।
পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে।
বলিউড তারকা ক্যাটরিনার জন্ম ১৯৮৩ সালে হংকং-এ। ব্রিটেনের ব্যবসায়ী ক্যাটরিনার পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম। তবে তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় ক্যাটরিনার তাঁর মা’র কাছেই মানুষ হয়েছেন। আরও ৬ জন বোন ও ১ ভাই- কেউই বাবার স্নেহ পাননি বলে নানা সময় আক্ষেপ ঝরেছে ক্যাটরিনার কন্ঠে।
বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের মাজার সফরের দুটি পুরোনো ছবি দিয়ে দাবি করা হয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ইসলাম গ্রহণ করেছেন।
গত ১৯ মার্চ ফেসবুকে আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে এই দাবি করা হয়।
পোস্টে যুক্ত করা ক্যাটরিনার প্রথম ছবিটি ২০১৩ সালে উত্তর প্রদেশে অবস্থিত সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়, এখানে তিনি তাঁর ছবির একটি গান চিত্রায়ন করতে চান। এটা ছিল ওই দরবারে ক্যাটরিনার ৫ম সফর।
পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে।
বলিউড তারকা ক্যাটরিনার জন্ম ১৯৮৩ সালে হংকং-এ। ব্রিটেনের ব্যবসায়ী ক্যাটরিনার পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম। তবে তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় ক্যাটরিনার তাঁর মা’র কাছেই মানুষ হয়েছেন। আরও ৬ জন বোন ও ১ ভাই- কেউই বাবার স্নেহ পাননি বলে নানা সময় আক্ষেপ ঝরেছে ক্যাটরিনার কন্ঠে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে