ফ্যাক্টচেক ডেস্ক
রামাইয়া কৃষ্ণান দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। দুশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করলেও বাংলাদেশের মানুষের কাছে তিনি বাহুবলির রাজমাতা নামেই বেশি পরিচিত। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদনের শিরোনাম লিখেছে, রামাইয়া কৃষ্ণান পর্ণো ছবিতে অভিনয় করেছেন। শিরোনামগুলোতে তাঁকে ‘পর্ণো তারকা’ বলেও অভিহিত করা হয়। আরও বলা হয়, পর্ণো তারকা হওয়ার অভিজ্ঞতা তিনি নিজেই জানিয়েছেন।
মূলধারার একজন অভিনেত্রীকে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রের তারকা বানিয়ে দেওয়া খবরের শিরোনামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বঙ্গ ট্রেন্ড নামে একটি পোর্টালে প্রকাশিত প্রতিবেদনটি ফেসবুকে ৩৭ হাজার বার শেয়ার হয়েছে। সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটের হোম পেজে একে শীর্ষ প্রতিবেদনের জায়গায় রেখেছে।
ফ্যাক্টচেক
শুরুতে আমরা ওই প্রতিবেদনের ভেতরে প্রবেশ করি। প্রতিবেদনের শেষ অংশে লেখা আছে, ‘এবার তাকে নিয়ে দানা বাঁধছে বিতর্ক। জানা যাচ্ছে, সম্প্রতি তিনি ‘সুপার ডিলাক্স’ নামক একটি তামিল ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে তাকে দেখা যাবে একজন পর্ণ তারকা হিসেবে (Porn Star)। ছবিতে ফুটে উঠেছে একজন পর্ণ তারকার জীবনের ওঠাপড়া। সম্প্রতি, এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা একটি সাক্ষাৎকারে জানান ‘রাজমাতা’।
তিনি বলেন, এই কাজ মোটেই তার জন্য সহজ ছিল না। শুধুমাত্র একটি শটের জন্যই তাকে ৩৭ বার রিটেক নিতে হয়েছে তারপর পরিচালক খুশি হয়েছেন। তার কাছে এই চরিত্র খুবই চ্যালেঞ্জিং ছিল বলেও জানান তিনি। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতি, সামান্থা ফাহাদ ফাজিল ও মিসকিন এর মত বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেত্রী জানিয়েছেন এই পর্ণতারকার চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি একজন পর্নতারকার ব্যক্তিগত জীবন সম্বন্ধে বিভিন্ন গোপনীয় বিষয় জানতে পেরেছেন’।
প্রতিবেদন থেকেই স্পষ্ট, ‘এবার নীল ছবিতে বাহুবলি রাজমাতা’ শিরোনামটি যে অর্থ প্রকাশ করে, আসল ঘটনা তা নয়।
কি–ওয়ার্ড সার্চ করে প্রায় একই শিরোনামে আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। কলকাতা ২৪x৭ শিরোনাম লিখেছে, ‘বাহুবলী’র রাজমাতা থেকে পর্ণ তারকা, অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী’। এছাড়াও সংবাদ অনলাইন, বিগোনিউজ, বাংলাদেশ নিউজ, সিলেট প্রেস, যমুনা২৪ ডটকম, ক্রাইমনিউজ বিডি ডটনেট, বাংলা বাজার ডটকম, দ্য স্টার্ট ম্যাগাজিনসহ অর্ধ শতাধিক অনলাইন পোর্টালে প্রায় একই শিরোনামে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদনে ঘটনাটিকে সাম্প্রতিক বলা হলেও সুপার ডিলাক্স নামে যে চলচ্চিত্রের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা মুক্তি পেয়েছে ২০১৯ সালে।
সে সময়ও বিভিন্ন সংবাদমাধ্যম একইরকম বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম বাংলা ইনসাইডার ২০১৯ সালের ১১ মার্চ একটি প্রতিবেদনের শিরোনাম করেছিল, ‘পর্ণ তারকা হলেন বাহুবলির রাজমাতা’। সেই প্রতিবেদনের ভেতরেও একই আঙ্গিকে রামাইয়ার নতুন ছবিতে অভিনয় করার কথা লেখা হয়েছিল।
২০১৯ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র সুপার ডিলাক্স দর্শকের মনে সাড়া ফেলেছিল। চারটি আলাদা গল্প নিয়ে একটি ইমোশনাল রোলার কোস্টার ‘সুপার ডিলাক্স’। ডার্ক কমেডি ধারার এই সিনেমাকে অনেকে সেরা বিদেশি চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কারের মনোনয়ন পাওয়ার যোগ্য বলেও মনে করেন।
অনুসিদ্ধান্ত
সম্প্রতি কিছু অনলাইন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে সংবাদ পরিবেশনের যে ধারা শুরু হয়েছে, তার মূল উদ্দেশ্য পাঠক বিভ্রান্ত করে ট্রাফিক বাড়ানো। এসব পোর্টালের বেশির ভাগই নামসর্বস্ব এবং অন্য পোর্টালে প্রকাশিত সংবাদ অসম্পাদিতভাবেই প্রকাশ করে থাকে। লিংকটিতে ক্লিক করার আগে পর্যন্ত শিরোনামটিই হয়ে ওঠে প্রতিবেদনে পাঠককে প্রবেশ করানোর চাবিকাঠি। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই প্রতিবেদনের ভেতর প্রবেশ না করেই শেয়ার করছেন। তাই অনেক সংবাদমাধ্যম চটকদার শিরোনাম দেওয়ার দিকে ঝুঁকছে, যা সাংবাদিকতা ও পাঠকের আস্থার সম্পর্কে প্রতিনিয়ত চিড় ধরাচ্ছে। সমাজে ছড়িয়ে দিচ্ছে ভুল ও অসত্য তথ্য।
সিদ্ধান্ত
রামাইয়া কৃষ্ণান পর্ণো ছবিতে অভিনয় করেননি। বরং ২০১৯ সালে সুপার ডিলাক্স নামের চলচ্চিত্রে একজন পর্ণো অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন।
রামাইয়া কৃষ্ণান দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। দুশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করলেও বাংলাদেশের মানুষের কাছে তিনি বাহুবলির রাজমাতা নামেই বেশি পরিচিত। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদনের শিরোনাম লিখেছে, রামাইয়া কৃষ্ণান পর্ণো ছবিতে অভিনয় করেছেন। শিরোনামগুলোতে তাঁকে ‘পর্ণো তারকা’ বলেও অভিহিত করা হয়। আরও বলা হয়, পর্ণো তারকা হওয়ার অভিজ্ঞতা তিনি নিজেই জানিয়েছেন।
মূলধারার একজন অভিনেত্রীকে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রের তারকা বানিয়ে দেওয়া খবরের শিরোনামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বঙ্গ ট্রেন্ড নামে একটি পোর্টালে প্রকাশিত প্রতিবেদনটি ফেসবুকে ৩৭ হাজার বার শেয়ার হয়েছে। সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটের হোম পেজে একে শীর্ষ প্রতিবেদনের জায়গায় রেখেছে।
ফ্যাক্টচেক
শুরুতে আমরা ওই প্রতিবেদনের ভেতরে প্রবেশ করি। প্রতিবেদনের শেষ অংশে লেখা আছে, ‘এবার তাকে নিয়ে দানা বাঁধছে বিতর্ক। জানা যাচ্ছে, সম্প্রতি তিনি ‘সুপার ডিলাক্স’ নামক একটি তামিল ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে তাকে দেখা যাবে একজন পর্ণ তারকা হিসেবে (Porn Star)। ছবিতে ফুটে উঠেছে একজন পর্ণ তারকার জীবনের ওঠাপড়া। সম্প্রতি, এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা একটি সাক্ষাৎকারে জানান ‘রাজমাতা’।
তিনি বলেন, এই কাজ মোটেই তার জন্য সহজ ছিল না। শুধুমাত্র একটি শটের জন্যই তাকে ৩৭ বার রিটেক নিতে হয়েছে তারপর পরিচালক খুশি হয়েছেন। তার কাছে এই চরিত্র খুবই চ্যালেঞ্জিং ছিল বলেও জানান তিনি। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতি, সামান্থা ফাহাদ ফাজিল ও মিসকিন এর মত বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেত্রী জানিয়েছেন এই পর্ণতারকার চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি একজন পর্নতারকার ব্যক্তিগত জীবন সম্বন্ধে বিভিন্ন গোপনীয় বিষয় জানতে পেরেছেন’।
প্রতিবেদন থেকেই স্পষ্ট, ‘এবার নীল ছবিতে বাহুবলি রাজমাতা’ শিরোনামটি যে অর্থ প্রকাশ করে, আসল ঘটনা তা নয়।
কি–ওয়ার্ড সার্চ করে প্রায় একই শিরোনামে আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। কলকাতা ২৪x৭ শিরোনাম লিখেছে, ‘বাহুবলী’র রাজমাতা থেকে পর্ণ তারকা, অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী’। এছাড়াও সংবাদ অনলাইন, বিগোনিউজ, বাংলাদেশ নিউজ, সিলেট প্রেস, যমুনা২৪ ডটকম, ক্রাইমনিউজ বিডি ডটনেট, বাংলা বাজার ডটকম, দ্য স্টার্ট ম্যাগাজিনসহ অর্ধ শতাধিক অনলাইন পোর্টালে প্রায় একই শিরোনামে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদনে ঘটনাটিকে সাম্প্রতিক বলা হলেও সুপার ডিলাক্স নামে যে চলচ্চিত্রের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা মুক্তি পেয়েছে ২০১৯ সালে।
সে সময়ও বিভিন্ন সংবাদমাধ্যম একইরকম বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম বাংলা ইনসাইডার ২০১৯ সালের ১১ মার্চ একটি প্রতিবেদনের শিরোনাম করেছিল, ‘পর্ণ তারকা হলেন বাহুবলির রাজমাতা’। সেই প্রতিবেদনের ভেতরেও একই আঙ্গিকে রামাইয়ার নতুন ছবিতে অভিনয় করার কথা লেখা হয়েছিল।
২০১৯ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র সুপার ডিলাক্স দর্শকের মনে সাড়া ফেলেছিল। চারটি আলাদা গল্প নিয়ে একটি ইমোশনাল রোলার কোস্টার ‘সুপার ডিলাক্স’। ডার্ক কমেডি ধারার এই সিনেমাকে অনেকে সেরা বিদেশি চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কারের মনোনয়ন পাওয়ার যোগ্য বলেও মনে করেন।
অনুসিদ্ধান্ত
সম্প্রতি কিছু অনলাইন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে সংবাদ পরিবেশনের যে ধারা শুরু হয়েছে, তার মূল উদ্দেশ্য পাঠক বিভ্রান্ত করে ট্রাফিক বাড়ানো। এসব পোর্টালের বেশির ভাগই নামসর্বস্ব এবং অন্য পোর্টালে প্রকাশিত সংবাদ অসম্পাদিতভাবেই প্রকাশ করে থাকে। লিংকটিতে ক্লিক করার আগে পর্যন্ত শিরোনামটিই হয়ে ওঠে প্রতিবেদনে পাঠককে প্রবেশ করানোর চাবিকাঠি। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই প্রতিবেদনের ভেতর প্রবেশ না করেই শেয়ার করছেন। তাই অনেক সংবাদমাধ্যম চটকদার শিরোনাম দেওয়ার দিকে ঝুঁকছে, যা সাংবাদিকতা ও পাঠকের আস্থার সম্পর্কে প্রতিনিয়ত চিড় ধরাচ্ছে। সমাজে ছড়িয়ে দিচ্ছে ভুল ও অসত্য তথ্য।
সিদ্ধান্ত
রামাইয়া কৃষ্ণান পর্ণো ছবিতে অভিনয় করেননি। বরং ২০১৯ সালে সুপার ডিলাক্স নামের চলচ্চিত্রে একজন পর্ণো অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে