ফ্যাক্টচেক ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বাসায় র্যাব-১০ এর অভিযানে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে দুটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলমের বাসায় র্যাবের অভিযান চালানোর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবি দুটি ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে ‘কলিজা-Koliza’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ছবি দুটির ক্যাপশনে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম!’ তবে পোস্টটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায়, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে দেওয়া পোস্টটি সম্পাদনা করে গত রাত ৩টা ৪৫ মিনিটে ছবিগুলো যুক্ত করা হয়েছে। পোস্টটির আগের সংস্করণ ছিল ‘মাশা আল্লাহ, কন্যা সন্তান বোঝা নয়, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত।’
প্রসঙ্গত, প্রথমদিকে টাকার ছবিগুলো ওপেন সোর্স অনুসন্ধানে পাওয়া যায়নি। ফ্যাক্টচেক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে ধারণা করা যায়, ছবিগুলো গত রাতেরই কারও তোলা। এসব ক্ষেত্রে ওপেন সোর্সে ছবি পাওয়া যায় না।
আরও খবর পড়ুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বাসায় র্যাব-১০ এর অভিযানে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে দুটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলমের বাসায় র্যাবের অভিযান চালানোর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবি দুটি ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে ‘কলিজা-Koliza’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ছবি দুটির ক্যাপশনে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম!’ তবে পোস্টটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায়, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে দেওয়া পোস্টটি সম্পাদনা করে গত রাত ৩টা ৪৫ মিনিটে ছবিগুলো যুক্ত করা হয়েছে। পোস্টটির আগের সংস্করণ ছিল ‘মাশা আল্লাহ, কন্যা সন্তান বোঝা নয়, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত।’
প্রসঙ্গত, প্রথমদিকে টাকার ছবিগুলো ওপেন সোর্স অনুসন্ধানে পাওয়া যায়নি। ফ্যাক্টচেক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে ধারণা করা যায়, ছবিগুলো গত রাতেরই কারও তোলা। এসব ক্ষেত্রে ওপেন সোর্সে ছবি পাওয়া যায় না।
আরও খবর পড়ুন:
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে