ফ্যাক্টচেক ডেস্ক
ঢাকা–সিলেট মহাসড়কের নাজির বাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে শ্রমিক বহনকারী মিনি ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ শ্রমিক নিহতের একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘সময় নিউজ। ২৪ ঘন্টাই খবর’ নামের প্রায় ১০ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে গতকাল শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মরদেহের কিছু ছবি যুক্ত করে এমন একটি পোস্ট করা হয়। ‘মো. রিয়াদ আহমেদ আপন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। পোস্টটি আজ রোববার (৯ জুন) দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪০০ শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ৩ হাজারের বেশি। একই গ্রুপে ‘সাইফুল ইসলাম’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গতকাল সন্ধ্যায় একটি পোস্ট ভাইরাল হয়েছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। ঘটনাটি নিয়ে ২০২৩ সালের ৭ জুন ‘সিলেটে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ১৪’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে সংযুক্ত একটি ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই দিন ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১৩ জনেরও বেশি।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আজকের পত্রিকাকে জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন। আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত ও নিহত সবাই দিনমজুর (নির্মাণশ্রমিক)।
অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪ এর ওয়েবসাইটে সিলেটে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার দাবিতে ভাইরাল হওয়া বাকি দুটি ছবিও পাওয়া যায়।
অর্থাৎ ২০২৩ সালের ৭ জুন সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় সংঘটিত একটি দুর্ঘটনার ছবি ও তথ্যকে সাম্প্রতিক দুর্ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।
ঢাকা–সিলেট মহাসড়কের নাজির বাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে শ্রমিক বহনকারী মিনি ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ শ্রমিক নিহতের একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘সময় নিউজ। ২৪ ঘন্টাই খবর’ নামের প্রায় ১০ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে গতকাল শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মরদেহের কিছু ছবি যুক্ত করে এমন একটি পোস্ট করা হয়। ‘মো. রিয়াদ আহমেদ আপন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। পোস্টটি আজ রোববার (৯ জুন) দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪০০ শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ৩ হাজারের বেশি। একই গ্রুপে ‘সাইফুল ইসলাম’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গতকাল সন্ধ্যায় একটি পোস্ট ভাইরাল হয়েছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। ঘটনাটি নিয়ে ২০২৩ সালের ৭ জুন ‘সিলেটে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ১৪’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে সংযুক্ত একটি ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই দিন ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১৩ জনেরও বেশি।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আজকের পত্রিকাকে জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন। আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত ও নিহত সবাই দিনমজুর (নির্মাণশ্রমিক)।
অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪ এর ওয়েবসাইটে সিলেটে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার দাবিতে ভাইরাল হওয়া বাকি দুটি ছবিও পাওয়া যায়।
অর্থাৎ ২০২৩ সালের ৭ জুন সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় সংঘটিত একটি দুর্ঘটনার ছবি ও তথ্যকে সাম্প্রতিক দুর্ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে