ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই আত্মগোপনে চলে যান দলটির নেতা–কর্মীরা। এর মধ্যে অনেকেই পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ অনেকেই দেশ ছাড়তে গিয়ে ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ অনেকেই গোপনে দেশ ছেড়েছেন বলে সংবাদ মাধ্যমে এসেছে। দেশ ছাড়ার তালিকায় আছেন নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামও।
শামীম ওসমানকে ভারতের দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে—কিছু দিন আগে এমন খবরও এসেছে সংবাদমাধ্যমে। সম্প্রতি তাঁর ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোলাম কিবরিয়া মাসুদ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটিতে শামীম ওসমান বলছেন, ‘আমি একটা মানুষ, ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়। হয়তো যারা অপজিশনে, তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাতজোড় করে। যারা মুসুল্লিয়ান আছেন, তাদের কাছেও হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। আমি এ জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসব কি না জানি না। আপনারা দোয়া করবেন।’
ভিডিওটি আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৩০০ শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় ৩ হাজারের কাছাকাছি। দেখা হয়েছে প্রায় পৌনে ৪ লাখ বার। পোস্টে কমেন্ট পড়েছে প্রায় সাড়ে সাত শ।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটির শুরুতেই শামীম ওসমান বলেন, ‘আমি পুরো পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর ঘরে এবং রাসুল (সা.)–এর রওজা মোবারকে যেতে পারি।’
ভিডিওটির ৪৪ সেকেন্ড সময় থেকে ১ মিনিট ১২ সেকেন্ড সময় পর্যন্ত শামীম ওসমানের বক্তব্যের সঙ্গে সম্প্রতি ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা–মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন শামীম ওসমান। এরপরের দিন ২৪ সেপ্টেম্বর সপরিবারে ওমরাহ করতে যান তিনি।
অর্থাৎ, শামীম ওসমানের ভাইরাল ভিডিওটি প্রায় এক বছরের পুরোনো।
ভিডিওটি পুরোনো হলেও ভাইরাল পোস্টের কমেন্টবক্সে অনেকেই এটি সাম্প্রতিক সময়ের ভেবে বিভ্রান্ত হয়ে মন্তব্য করছেন। যেমন, আলী আকবর লিখেছেন, ‘ক্ষমতা থাকতে এ কথা কোথায় ছিল। আজ ক্ষমতা নেই, তাই কথা বলছেন আবার নতুন করে ক্ষমতায় আসার জন্য।’ এমডি ভূঁইয়া লিখেছেন, ‘আপনি বর্তমান সরকারের নিকট আপনাকে সমর্পণ করুন, সরকার আইনানুগ আপনার বিচার করবে।’ আমজাদ বক্স লিখেছেন, ‘দেশে আসবেন না তাহলে ক্ষমা চাওয়ার মানে কি, ক্ষমা পাইতে হলে দেশে আসুন। আদালতে আত্মসমর্পণ করুন, জাতি তখন ক্ষমার চিন্তা করবে।’
ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই আত্মগোপনে চলে যান দলটির নেতা–কর্মীরা। এর মধ্যে অনেকেই পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ অনেকেই দেশ ছাড়তে গিয়ে ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ অনেকেই গোপনে দেশ ছেড়েছেন বলে সংবাদ মাধ্যমে এসেছে। দেশ ছাড়ার তালিকায় আছেন নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামও।
শামীম ওসমানকে ভারতের দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে—কিছু দিন আগে এমন খবরও এসেছে সংবাদমাধ্যমে। সম্প্রতি তাঁর ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোলাম কিবরিয়া মাসুদ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটিতে শামীম ওসমান বলছেন, ‘আমি একটা মানুষ, ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়। হয়তো যারা অপজিশনে, তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাতজোড় করে। যারা মুসুল্লিয়ান আছেন, তাদের কাছেও হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। আমি এ জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসব কি না জানি না। আপনারা দোয়া করবেন।’
ভিডিওটি আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৩০০ শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় ৩ হাজারের কাছাকাছি। দেখা হয়েছে প্রায় পৌনে ৪ লাখ বার। পোস্টে কমেন্ট পড়েছে প্রায় সাড়ে সাত শ।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটির শুরুতেই শামীম ওসমান বলেন, ‘আমি পুরো পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর ঘরে এবং রাসুল (সা.)–এর রওজা মোবারকে যেতে পারি।’
ভিডিওটির ৪৪ সেকেন্ড সময় থেকে ১ মিনিট ১২ সেকেন্ড সময় পর্যন্ত শামীম ওসমানের বক্তব্যের সঙ্গে সম্প্রতি ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা–মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন শামীম ওসমান। এরপরের দিন ২৪ সেপ্টেম্বর সপরিবারে ওমরাহ করতে যান তিনি।
অর্থাৎ, শামীম ওসমানের ভাইরাল ভিডিওটি প্রায় এক বছরের পুরোনো।
ভিডিওটি পুরোনো হলেও ভাইরাল পোস্টের কমেন্টবক্সে অনেকেই এটি সাম্প্রতিক সময়ের ভেবে বিভ্রান্ত হয়ে মন্তব্য করছেন। যেমন, আলী আকবর লিখেছেন, ‘ক্ষমতা থাকতে এ কথা কোথায় ছিল। আজ ক্ষমতা নেই, তাই কথা বলছেন আবার নতুন করে ক্ষমতায় আসার জন্য।’ এমডি ভূঁইয়া লিখেছেন, ‘আপনি বর্তমান সরকারের নিকট আপনাকে সমর্পণ করুন, সরকার আইনানুগ আপনার বিচার করবে।’ আমজাদ বক্স লিখেছেন, ‘দেশে আসবেন না তাহলে ক্ষমা চাওয়ার মানে কি, ক্ষমা পাইতে হলে দেশে আসুন। আদালতে আত্মসমর্পণ করুন, জাতি তখন ক্ষমার চিন্তা করবে।’
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে