অনলাইন ডেস্ক
বাংলাদেশে গত ফেব্রুয়ারি মাসে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা দেখেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি)। ভুল তথ্য শনাক্তকরণে কাজ করা দেশের পাঁচটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানগুলো হলো, রিউমর স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব এবং আজকের পত্রিকা।
গতকাল সোমবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করে। এসএসিএমআইডি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি স্বাধীন গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান।
এসএসিএমআইডি জানায়, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নিজস্ব মনিটরিং টুলের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টচেকিং ওয়েবসাইটের ফ্যাক্টচেক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে। এর মধ্যে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের শনাক্ত করা ভুল তথ্যের সংখ্যা ৫১টি। এই ক্ষেত্রে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
আজকের পত্রিকার শনাক্ত করা ৫১টি ভুলের মধ্যে জাতীয় বিষয়ক ৯টি, শিক্ষা ও বিনোদনমূলক ৮টি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ৭টি, আন্তর্জাতিক, খেলাধুলা ও স্বাস্থ্যবিষয়ক ৫টি এবং ধর্মবিষয়ক ৪টি।
এসএসিএমআইডি আরও জানায়, এসবের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে জাতীয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, যা মোট ভুল তথ্যের ২৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে রাজনীতি, খেলাধুলা ও বিনোদন। মোট ভুলের ১৩ শতাংশ এসব বিষয়ে। তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আন্তর্জাতিক ও শিক্ষা বিষয়ক ভুল তথ্য। মোট ভুলের ১১ শতাংশ এসব বিষয়ে।
প্রসঙ্গত, আজকের পত্রিকা ২০২১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই ফ্যাক্টচেক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঝে কিছুদিন লোকবল স্বল্পতায় এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও গত বছরের নভেম্বর থেকে পুনরায় ফ্যাক্টচেক বিভাগ পুরোদমে চালু করেছে।
বাংলাদেশে গত ফেব্রুয়ারি মাসে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা দেখেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি)। ভুল তথ্য শনাক্তকরণে কাজ করা দেশের পাঁচটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানগুলো হলো, রিউমর স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব এবং আজকের পত্রিকা।
গতকাল সোমবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করে। এসএসিএমআইডি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি স্বাধীন গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান।
এসএসিএমআইডি জানায়, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নিজস্ব মনিটরিং টুলের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টচেকিং ওয়েবসাইটের ফ্যাক্টচেক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে। এর মধ্যে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের শনাক্ত করা ভুল তথ্যের সংখ্যা ৫১টি। এই ক্ষেত্রে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
আজকের পত্রিকার শনাক্ত করা ৫১টি ভুলের মধ্যে জাতীয় বিষয়ক ৯টি, শিক্ষা ও বিনোদনমূলক ৮টি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ৭টি, আন্তর্জাতিক, খেলাধুলা ও স্বাস্থ্যবিষয়ক ৫টি এবং ধর্মবিষয়ক ৪টি।
এসএসিএমআইডি আরও জানায়, এসবের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে জাতীয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, যা মোট ভুল তথ্যের ২৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে রাজনীতি, খেলাধুলা ও বিনোদন। মোট ভুলের ১৩ শতাংশ এসব বিষয়ে। তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আন্তর্জাতিক ও শিক্ষা বিষয়ক ভুল তথ্য। মোট ভুলের ১১ শতাংশ এসব বিষয়ে।
প্রসঙ্গত, আজকের পত্রিকা ২০২১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই ফ্যাক্টচেক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঝে কিছুদিন লোকবল স্বল্পতায় এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও গত বছরের নভেম্বর থেকে পুনরায় ফ্যাক্টচেক বিভাগ পুরোদমে চালু করেছে।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
১ দিন আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
৩ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে