ফ্যাক্টচেক ডেস্ক
আমাজন বন, পৃথিবীজুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই। নানারকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজন। ব্যাপক ও বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের এই বন নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। এই বনে দীর্ঘতম ঘাড়যুক্ত মানব কঙ্কাল পাওয়া গেছে দাবিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) ‘রূপকথায় তুমি আমার’ নামের ফেসবুক পেজ থেকে এমন দাবিতে তিনটি ছবি পোস্ট করা হয়। একটিতে বিশালাকৃতির একটি মানব কঙ্কাল দেখা যাচ্ছে। বাকি দুটিতে দেখা যাচ্ছে, দীর্ঘ ঘাড়যুক্ত কিছু মানুষের ছবি।
পোস্টটিতে আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে; মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ৪০০। এসব কমেন্টের মধ্যে বাজিত তালুকদার নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এগুলা এডিট নয়, এরা আফ্রিকার একটা উপজাতি। তবে এদের দেখে আমার উটপাখি এবং ইমু পাখির কথা মনে পড়ে গেল।’ মিশকাত জাহান নিশা নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, ‘এটা সত্য। মানে লম্বা ঘাড়বিশিষ্ট ব্যক্তি এখনো আছে। পিতল দিয়ে বানানো একধরনের জিনিস গলায় পেঁচিয়ে রেখে ঘাড় লম্বা করে তাঁরা।’
ছবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে আমাজন বনে সাম্প্রতিক সময়ে বা আগে কখনো এমন কোনো বিস্ময়কর আবিষ্কারের তথ্য পাওয়া যায়নি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, উত্তর-পশ্চিম থাইল্যান্ড এবং দক্ষিণ–পূর্ব মিয়ানমারের পাদাউং বা কায়ান উপজাতির নারীদের মধ্যে সাধারণ মানুষদের তুলনায় লম্বা ঘাড় দেখা যায়। পাদাউং উপজাতির নারীরা তাদের গলায় পিতলের তৈরি ভারী আংটি দিয়ে বেঁধে রাখেন, যা তাঁদের ঘাড় এবং কাঁধের আকৃতি পরিবর্তন করে। জাপানের ওসুমা উইমেন্স ইউনিভার্সিটির একদল গবেষকের জরিপে দেখা গেছে, এই রিংগুলো পাদাউং নারীদের চিবুক থেকে কলার বোনের দূরত্ব প্রায় ১৯ দশমিক ৭ সেন্টিমিটার বা ৭ দশমিক ৭৫ ইঞ্চি পর্যন্ত বাড়িয়েছে। সাধারণত, পাদাউং নারীদের ৫ থেকে ৯ বছরের মধ্যে এমন রিং পরানো হয়। বয়স বাড়ার সঙ্গে রিংয়ের সংখ্যা বাড়তে থাকে। ৪৫ বছর বয়সের মধ্যে এই নারীদের গলায় ৩২টি রিং পরানো হয়, যার ওজন প্রায় ১৫ কেজি।
পরে ভাইরাল ছবিগুলো রিভার্স ইমেজ সার্চে ‘Funnyaipics’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ছবিগুলো পাওয়া যায়। অ্যাকাউন্টটির পরিচয়ে লেখা, ‘এআই দিয়ে তৈরি অদ্ভুত ও মজার ছবি পাবেন এখানে। আপনার নিজের ঝুঁকিতে প্রবেশ করুন।’ অ্যাকাউন্টটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন ছবি পাওয়া যায়। ফেসবুকে সম্প্রতি ভাইরাল ছবিগুলো ‘Funnyaipics’ অ্যাকাউন্টটিতে গত বছরের ২৩ নভেম্বর ছবিগুলো পোস্ট করা হয়। ছবিগুলোর বর্ণনায় লেখা, ১৮৬০ এর দশকে তোলা লম্বা গলাযুক্ত তিনটি পরিবারের ছবি।
টিকটক অ্যাকাউন্টটির পরিচয় ও কনটেন্টের ধরন অনুযায়ী, ধারণা করা যায় আমাজন বনে সবচেয়ে লম্বা ঘাড়যুক্ত মানব কঙ্কাল প্রাপ্তির দাবিতে ভাইরাল ছবিগুলোও এআই দিয়ে তৈরি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যাচাইয়ের একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে লম্বা ঘাড়যুক্ত মানব কঙ্কাল প্রাপ্তির দাবিতে ভাইরাল মানুষ ও কঙ্কালের ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো খুঁটিয়ে দেখলেও নিশ্চিত হওয়া যায় যে, এসব ছবি এআই দিয়ে তৈরি। যেমন, ভাইরাল তিনটির ছবির একটিতে তিন শিশুসহ মোট সাত ব্যক্তিকে দেখা যায়। এই সাতজনের মধ্যে এক ব্যক্তির শরীর দেখা গেলেও কোনো মাথা নেই। এআই দিয়ে তৈরি ছবিতে এই ধরনের ত্রুটি থাকে।
সব মিলিয়ে এটি নিশ্চিত যে, আমাজন বনে সবচেয়ে লম্বা ঘাড়যুক্ত মানব কঙ্কাল প্রাপ্তির দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
আমাজন বন, পৃথিবীজুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই। নানারকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজন। ব্যাপক ও বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের এই বন নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। এই বনে দীর্ঘতম ঘাড়যুক্ত মানব কঙ্কাল পাওয়া গেছে দাবিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) ‘রূপকথায় তুমি আমার’ নামের ফেসবুক পেজ থেকে এমন দাবিতে তিনটি ছবি পোস্ট করা হয়। একটিতে বিশালাকৃতির একটি মানব কঙ্কাল দেখা যাচ্ছে। বাকি দুটিতে দেখা যাচ্ছে, দীর্ঘ ঘাড়যুক্ত কিছু মানুষের ছবি।
পোস্টটিতে আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে; মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ৪০০। এসব কমেন্টের মধ্যে বাজিত তালুকদার নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এগুলা এডিট নয়, এরা আফ্রিকার একটা উপজাতি। তবে এদের দেখে আমার উটপাখি এবং ইমু পাখির কথা মনে পড়ে গেল।’ মিশকাত জাহান নিশা নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, ‘এটা সত্য। মানে লম্বা ঘাড়বিশিষ্ট ব্যক্তি এখনো আছে। পিতল দিয়ে বানানো একধরনের জিনিস গলায় পেঁচিয়ে রেখে ঘাড় লম্বা করে তাঁরা।’
ছবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে আমাজন বনে সাম্প্রতিক সময়ে বা আগে কখনো এমন কোনো বিস্ময়কর আবিষ্কারের তথ্য পাওয়া যায়নি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, উত্তর-পশ্চিম থাইল্যান্ড এবং দক্ষিণ–পূর্ব মিয়ানমারের পাদাউং বা কায়ান উপজাতির নারীদের মধ্যে সাধারণ মানুষদের তুলনায় লম্বা ঘাড় দেখা যায়। পাদাউং উপজাতির নারীরা তাদের গলায় পিতলের তৈরি ভারী আংটি দিয়ে বেঁধে রাখেন, যা তাঁদের ঘাড় এবং কাঁধের আকৃতি পরিবর্তন করে। জাপানের ওসুমা উইমেন্স ইউনিভার্সিটির একদল গবেষকের জরিপে দেখা গেছে, এই রিংগুলো পাদাউং নারীদের চিবুক থেকে কলার বোনের দূরত্ব প্রায় ১৯ দশমিক ৭ সেন্টিমিটার বা ৭ দশমিক ৭৫ ইঞ্চি পর্যন্ত বাড়িয়েছে। সাধারণত, পাদাউং নারীদের ৫ থেকে ৯ বছরের মধ্যে এমন রিং পরানো হয়। বয়স বাড়ার সঙ্গে রিংয়ের সংখ্যা বাড়তে থাকে। ৪৫ বছর বয়সের মধ্যে এই নারীদের গলায় ৩২টি রিং পরানো হয়, যার ওজন প্রায় ১৫ কেজি।
পরে ভাইরাল ছবিগুলো রিভার্স ইমেজ সার্চে ‘Funnyaipics’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ছবিগুলো পাওয়া যায়। অ্যাকাউন্টটির পরিচয়ে লেখা, ‘এআই দিয়ে তৈরি অদ্ভুত ও মজার ছবি পাবেন এখানে। আপনার নিজের ঝুঁকিতে প্রবেশ করুন।’ অ্যাকাউন্টটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন ছবি পাওয়া যায়। ফেসবুকে সম্প্রতি ভাইরাল ছবিগুলো ‘Funnyaipics’ অ্যাকাউন্টটিতে গত বছরের ২৩ নভেম্বর ছবিগুলো পোস্ট করা হয়। ছবিগুলোর বর্ণনায় লেখা, ১৮৬০ এর দশকে তোলা লম্বা গলাযুক্ত তিনটি পরিবারের ছবি।
টিকটক অ্যাকাউন্টটির পরিচয় ও কনটেন্টের ধরন অনুযায়ী, ধারণা করা যায় আমাজন বনে সবচেয়ে লম্বা ঘাড়যুক্ত মানব কঙ্কাল প্রাপ্তির দাবিতে ভাইরাল ছবিগুলোও এআই দিয়ে তৈরি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যাচাইয়ের একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে লম্বা ঘাড়যুক্ত মানব কঙ্কাল প্রাপ্তির দাবিতে ভাইরাল মানুষ ও কঙ্কালের ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো খুঁটিয়ে দেখলেও নিশ্চিত হওয়া যায় যে, এসব ছবি এআই দিয়ে তৈরি। যেমন, ভাইরাল তিনটির ছবির একটিতে তিন শিশুসহ মোট সাত ব্যক্তিকে দেখা যায়। এই সাতজনের মধ্যে এক ব্যক্তির শরীর দেখা গেলেও কোনো মাথা নেই। এআই দিয়ে তৈরি ছবিতে এই ধরনের ত্রুটি থাকে।
সব মিলিয়ে এটি নিশ্চিত যে, আমাজন বনে সবচেয়ে লম্বা ঘাড়যুক্ত মানব কঙ্কাল প্রাপ্তির দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিড
২০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এমন দাবিতে স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, ‘Sabnam Faria কিছুক্ষণ আগে একটা পোস্ট করলেন ৫ মিনিট পর ডিলিট করে দিলেন।’
২ দিন আগেএলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
২ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
৩ দিন আগে