বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)
নানা ধরনের ফলমূল ও মৌসুমি সবজির জন্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পরিচিতি দেশজুড়ে। কিন্তু রামগড়ে হিমাগার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মৌসুমি ফল ও সবজি। এ উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কৃষকেরা অতিকষ্টে বিভিন্ন তরিতরকারি ও ফলমূল উৎপাদন করছেন। কিন্তু মজুত করে রাখার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কম মূল্যে এসব কৃষি পণ্য বিক্রি করতে হয়। এতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকদের দাবি, রামগড় উপজেলায় একটি হিমাগার স্থাপন করা হলে তাঁরা তাঁদের উৎপাদিত মৌসুমি সবজি ও ফল সেখানে রাখতে পারবেন। এতে তাঁরা এসব পণ্যের ন্যায্য মূল্য যেমন পাবেন তেমনি বিপুল পরিমাণ সবজি ও ফল নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবেন।
রামগড় উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে ২৩ থেকে ২৫ হাজার মেট্রিক টন মৌসুমি ফল উৎপন্ন হয়। তা ছাড়া সবজি উৎপন্ন হয় এর থেকে অনেক বেশি। উপজেলায় কৃষকদের উৎপাদিত তরি-তরকারি ও ফল-মূলের মধ্যে রয়েছে, আলু, মিষ্টি আলু, আদা, কাঁচা মরিচ, হলুদ, টমেটো, শসা বেগুন, কুমড়া। ফলমূলের মধ্যে কলা, আনারস, পেঁপে, কাঁঠাল ও আমসহ অনেক ফল। এসব কাঁচামাল সাধারণত পচনশীল হওয়ায় সংরক্ষণ করার প্রয়োজন পড়ে।
রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ বলেন, এ বছর সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। বেশির ভাগ কৃষক মৌসুম শুরু হওয়ার আগেই ফসল উৎপাদনে মাঠে নেমেছিলেন। যার কারণে ফসলের বাম্পার ফলন হয়েছে। তা ছাড়া এই এলাকায় যে পরিমাণ মৌসুমি ফল উৎপাদন হয় এতে জেম, জেলি, জুস ও বিভিন্ন প্রকার আচারের কারখানা করা যায় অনায়াসে। কিন্তু পরিতাপের বিষয়, এলাকায় এখনো এই ধরনের কারখানা গড়ে ওঠেনি। কাঁঠাল, আনারস, লিচু, আমসহ বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করে সারা বছরই সংরক্ষণ সম্ভব। এমনকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যায় সংরক্ষিত ফলের রস।
রামগড় পৌরসভার মহামুনি এলাকার কৃষক বাহার উদ্দীন বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হয়েছে অনেক। কিন্তু ফসলের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। তার মতে সবাই বাজারে একসঙ্গে ফসল বিক্রির জন্য নিয়ে আসেন। এতে নষ্ট হওয়ার আশঙ্কায় ফসল দ্রুত বিক্রি করতে হয়। ফসল সংরক্ষণের কোনো ব্যবস্থা বা হিমাগার না থাকায় সস্তায় বিক্রি করতে হয়। এতে কৃষিপণ্যের দাম দিন দিন নিম্নমুখী হচ্ছে।
স্থানীয় আরও কয়েকজন ফল ব্যবসায়ী বলেন, রামগড়ে হিমাগার না থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত ফল নষ্ট হয়ে যায়। যার ফলে বাধ্য হয়ে কম দামে পাইকারি বিক্রি করে দিতে হয়। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। তাঁরা আরও বলেন, রামগড়ের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা গুইমারা, মাটিরাঙ্গা ও মানিকছড়ির যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় হিমাগার স্থাপন হলে সেখানকার ব্যবসায়ীরাও উৎপাদিত ফলমূল হিমাগারে সংরক্ষণ করতে পারবেন।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, মৌসুমি ফল ও সবজির জন্য রামগড়ের সুখ্যাতি রয়েছে। কিন্তু হিমাগার না থাকায় কৃষক তাঁদের ন্যায্য মূল্য পায় না। সরকারিভাবে হিমাগার স্থাপনের জন্য তিনি চেষ্টা করবেন। তা ছাড়া ব্যক্তি উদ্যোগে কেউ হিমাগার স্থাপন করতে চাইলে তিনি সর্বাত্মক সহায়তা করবেন বলে জানান।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা বলেন, হিমাগারের অভাবে কৃষকেরা লাভবান হচ্ছে না। দিনের শুরুতে কৃষিপণ্যের দাম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম পড়ে যায়। বর্তমান সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, হিমাগার না থাকার বিষয়টি খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরাকে জানাবেন। এবং হিমাগার স্থাপনে তিনি সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
নানা ধরনের ফলমূল ও মৌসুমি সবজির জন্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পরিচিতি দেশজুড়ে। কিন্তু রামগড়ে হিমাগার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মৌসুমি ফল ও সবজি। এ উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কৃষকেরা অতিকষ্টে বিভিন্ন তরিতরকারি ও ফলমূল উৎপাদন করছেন। কিন্তু মজুত করে রাখার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কম মূল্যে এসব কৃষি পণ্য বিক্রি করতে হয়। এতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকদের দাবি, রামগড় উপজেলায় একটি হিমাগার স্থাপন করা হলে তাঁরা তাঁদের উৎপাদিত মৌসুমি সবজি ও ফল সেখানে রাখতে পারবেন। এতে তাঁরা এসব পণ্যের ন্যায্য মূল্য যেমন পাবেন তেমনি বিপুল পরিমাণ সবজি ও ফল নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবেন।
রামগড় উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে ২৩ থেকে ২৫ হাজার মেট্রিক টন মৌসুমি ফল উৎপন্ন হয়। তা ছাড়া সবজি উৎপন্ন হয় এর থেকে অনেক বেশি। উপজেলায় কৃষকদের উৎপাদিত তরি-তরকারি ও ফল-মূলের মধ্যে রয়েছে, আলু, মিষ্টি আলু, আদা, কাঁচা মরিচ, হলুদ, টমেটো, শসা বেগুন, কুমড়া। ফলমূলের মধ্যে কলা, আনারস, পেঁপে, কাঁঠাল ও আমসহ অনেক ফল। এসব কাঁচামাল সাধারণত পচনশীল হওয়ায় সংরক্ষণ করার প্রয়োজন পড়ে।
রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ বলেন, এ বছর সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। বেশির ভাগ কৃষক মৌসুম শুরু হওয়ার আগেই ফসল উৎপাদনে মাঠে নেমেছিলেন। যার কারণে ফসলের বাম্পার ফলন হয়েছে। তা ছাড়া এই এলাকায় যে পরিমাণ মৌসুমি ফল উৎপাদন হয় এতে জেম, জেলি, জুস ও বিভিন্ন প্রকার আচারের কারখানা করা যায় অনায়াসে। কিন্তু পরিতাপের বিষয়, এলাকায় এখনো এই ধরনের কারখানা গড়ে ওঠেনি। কাঁঠাল, আনারস, লিচু, আমসহ বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করে সারা বছরই সংরক্ষণ সম্ভব। এমনকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যায় সংরক্ষিত ফলের রস।
রামগড় পৌরসভার মহামুনি এলাকার কৃষক বাহার উদ্দীন বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হয়েছে অনেক। কিন্তু ফসলের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। তার মতে সবাই বাজারে একসঙ্গে ফসল বিক্রির জন্য নিয়ে আসেন। এতে নষ্ট হওয়ার আশঙ্কায় ফসল দ্রুত বিক্রি করতে হয়। ফসল সংরক্ষণের কোনো ব্যবস্থা বা হিমাগার না থাকায় সস্তায় বিক্রি করতে হয়। এতে কৃষিপণ্যের দাম দিন দিন নিম্নমুখী হচ্ছে।
স্থানীয় আরও কয়েকজন ফল ব্যবসায়ী বলেন, রামগড়ে হিমাগার না থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত ফল নষ্ট হয়ে যায়। যার ফলে বাধ্য হয়ে কম দামে পাইকারি বিক্রি করে দিতে হয়। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। তাঁরা আরও বলেন, রামগড়ের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা গুইমারা, মাটিরাঙ্গা ও মানিকছড়ির যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় হিমাগার স্থাপন হলে সেখানকার ব্যবসায়ীরাও উৎপাদিত ফলমূল হিমাগারে সংরক্ষণ করতে পারবেন।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, মৌসুমি ফল ও সবজির জন্য রামগড়ের সুখ্যাতি রয়েছে। কিন্তু হিমাগার না থাকায় কৃষক তাঁদের ন্যায্য মূল্য পায় না। সরকারিভাবে হিমাগার স্থাপনের জন্য তিনি চেষ্টা করবেন। তা ছাড়া ব্যক্তি উদ্যোগে কেউ হিমাগার স্থাপন করতে চাইলে তিনি সর্বাত্মক সহায়তা করবেন বলে জানান।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা বলেন, হিমাগারের অভাবে কৃষকেরা লাভবান হচ্ছে না। দিনের শুরুতে কৃষিপণ্যের দাম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম পড়ে যায়। বর্তমান সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, হিমাগার না থাকার বিষয়টি খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরাকে জানাবেন। এবং হিমাগার স্থাপনে তিনি সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে