বিনোদন ডেস্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুনের একটি ভিডিও, যাতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচিত হচ্ছেন এই তারকা। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু ভিডিওতে কি এমন ছিল? কেনই বা ক্ষমা চাইলেন তিনি।
এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একটি ক্যাফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নাগার্জুন। আর তখনই অভিনেতার কাছাকাছি আসার চেষ্টা করেন সেই ক্যাফের এক কর্মী। যিনি বিশেষভাবে অক্ষম (প্রতিবন্ধী)। ঠিক তখনই নাগার্জুনের দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর ফলে সেই লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু সেই সময় নাগার্জুন এই ঘটনায় কোন প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন।
নাগার্জুনের সঙ্গে সেসময় অভিনেতা ধানুশও ছিলেন। ধানুশ কয়েকবার পেছনে ফিরে তাকান। তবে তিনিও শেষমেশ হেঁটেই চলে যান। যা ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
ভিডিওটি শেয়ার করে এর ক্যাপশনে এক নেটিজেন লেখেন, ‘নাগার্জুন আপনার মতো একজন তারকার কাছে এমনটা আশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। ওই কর্মীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি।’
ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন নাগার্জুন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মাত্রই এটা আমার নজরে এসেছে, এটা একদম উচিত হয়নি। আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব, যেন এই ধরনের ঘটনা আর না হয়।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুনের একটি ভিডিও, যাতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচিত হচ্ছেন এই তারকা। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু ভিডিওতে কি এমন ছিল? কেনই বা ক্ষমা চাইলেন তিনি।
এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একটি ক্যাফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নাগার্জুন। আর তখনই অভিনেতার কাছাকাছি আসার চেষ্টা করেন সেই ক্যাফের এক কর্মী। যিনি বিশেষভাবে অক্ষম (প্রতিবন্ধী)। ঠিক তখনই নাগার্জুনের দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর ফলে সেই লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু সেই সময় নাগার্জুন এই ঘটনায় কোন প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন।
নাগার্জুনের সঙ্গে সেসময় অভিনেতা ধানুশও ছিলেন। ধানুশ কয়েকবার পেছনে ফিরে তাকান। তবে তিনিও শেষমেশ হেঁটেই চলে যান। যা ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
ভিডিওটি শেয়ার করে এর ক্যাপশনে এক নেটিজেন লেখেন, ‘নাগার্জুন আপনার মতো একজন তারকার কাছে এমনটা আশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। ওই কর্মীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি।’
ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন নাগার্জুন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মাত্রই এটা আমার নজরে এসেছে, এটা একদম উচিত হয়নি। আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব, যেন এই ধরনের ঘটনা আর না হয়।’
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১২ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৪ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৪ ঘণ্টা আগেনাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের
১৪ ঘণ্টা আগে