বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১২ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৪ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৪ ঘণ্টা আগেনাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের
১৪ ঘণ্টা আগে