বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই সিরিজে আইনজীবী মোবারক হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। মোশাররফ ছাড়াও সিরিজটিতে ‘সুরাইয়া’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী শাহনাজ সুমি। সহশিল্পী মোশাররফ করিমে মুগ্ধ তিনি। তাঁর কথায়, ‘সেটে উনি একজন লিডারের মতো। আর মানুষ হিসেবে একেবারে মাটির কাছাকাছি।’
অভিনেত্রী শাহনাজ সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘পর্দায় সুরাইয়া হয়ে উঠতে পরিচালক দোদুল ভাই থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে মোশাররফ করিম ভাইয়ের কথা বলতে চাই। উনি এমন একটা মানুষ পুরো ইউনিটকে নিয়ে একসঙ্গে এগোতে চায়।’
অভিনেত্রী আরও বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গেই আমার বেশির ভাগ দৃশ্য ছিল। আমার অভিনয় যদি কোনো জায়গায় ফল করত তখন উনি ধরিয়ে দিতেন। একসঙ্গে ইউনিট হিসেবে কাজ করার ক্ষেত্রে লিড দেন মোশাররফ ভাই। শুটিং শুরুর আগে রিহার্সালের সময় আমাকে বলেছিলেন তুমি ভালো অভিনয় করো। এটা শুনে আমার মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। আবার আরও ভালো করার চাপও সৃষ্টি হয়েছিল।’
মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ শাহনাজ সুমি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে উনি যতটা বহুরূপী মানুষ, হিসেবে ততটাই একরুপী। তিনি মাটির মানুষ। উনি একজন লিডার। সেটে প্রতিদিন তাঁকে দেখে মুগ্ধ হয়েছি।’
প্রসঙ্গত, ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘দাগ’-এর ওসি আলমগীর চরিত্রে ওটিটি মাত করেছেন মোশাররফ করিম। এবার ওয়েব দুনিয়ায় তিনি এসেছেন আইনজীবী মোবারক হয়ে। পুরান ঢাকার এই উকিল ক্রিমিনাল ল নিয়ে কাজ করে। কিন্তু একটি মামলা জেতার পর তাঁর মনে হয়, এটা জয় নয়, এই জয়ের মধ্যে পরাজয় রয়েছে। অনুশোচনা থেকে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেন। এরই মধ্যে নতুন একটি ঘটনা তাঁকে নাড়া দেয়। আবার ফিরে আসেন নিজ পেশায়। এমন কাহিনি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজের নাম ‘মোবারকনামা’। ৮ পর্বের এই সিরিজ বানিয়েছেন গোলাম সোহরাব দোদুল।
মোশাররফ করিম ও শাহনাজ সুমি ছাড়াও মোবারকনামা সিরিজে আরও অভিনয় করেছেন—শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ।
সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই সিরিজে আইনজীবী মোবারক হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। মোশাররফ ছাড়াও সিরিজটিতে ‘সুরাইয়া’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী শাহনাজ সুমি। সহশিল্পী মোশাররফ করিমে মুগ্ধ তিনি। তাঁর কথায়, ‘সেটে উনি একজন লিডারের মতো। আর মানুষ হিসেবে একেবারে মাটির কাছাকাছি।’
অভিনেত্রী শাহনাজ সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘পর্দায় সুরাইয়া হয়ে উঠতে পরিচালক দোদুল ভাই থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে মোশাররফ করিম ভাইয়ের কথা বলতে চাই। উনি এমন একটা মানুষ পুরো ইউনিটকে নিয়ে একসঙ্গে এগোতে চায়।’
অভিনেত্রী আরও বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গেই আমার বেশির ভাগ দৃশ্য ছিল। আমার অভিনয় যদি কোনো জায়গায় ফল করত তখন উনি ধরিয়ে দিতেন। একসঙ্গে ইউনিট হিসেবে কাজ করার ক্ষেত্রে লিড দেন মোশাররফ ভাই। শুটিং শুরুর আগে রিহার্সালের সময় আমাকে বলেছিলেন তুমি ভালো অভিনয় করো। এটা শুনে আমার মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। আবার আরও ভালো করার চাপও সৃষ্টি হয়েছিল।’
মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ শাহনাজ সুমি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে উনি যতটা বহুরূপী মানুষ, হিসেবে ততটাই একরুপী। তিনি মাটির মানুষ। উনি একজন লিডার। সেটে প্রতিদিন তাঁকে দেখে মুগ্ধ হয়েছি।’
প্রসঙ্গত, ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘দাগ’-এর ওসি আলমগীর চরিত্রে ওটিটি মাত করেছেন মোশাররফ করিম। এবার ওয়েব দুনিয়ায় তিনি এসেছেন আইনজীবী মোবারক হয়ে। পুরান ঢাকার এই উকিল ক্রিমিনাল ল নিয়ে কাজ করে। কিন্তু একটি মামলা জেতার পর তাঁর মনে হয়, এটা জয় নয়, এই জয়ের মধ্যে পরাজয় রয়েছে। অনুশোচনা থেকে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেন। এরই মধ্যে নতুন একটি ঘটনা তাঁকে নাড়া দেয়। আবার ফিরে আসেন নিজ পেশায়। এমন কাহিনি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজের নাম ‘মোবারকনামা’। ৮ পর্বের এই সিরিজ বানিয়েছেন গোলাম সোহরাব দোদুল।
মোশাররফ করিম ও শাহনাজ সুমি ছাড়াও মোবারকনামা সিরিজে আরও অভিনয় করেছেন—শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১৪ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৬ ঘণ্টা আগেনাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের
১৭ ঘণ্টা আগে