ছোট পর্দায় ফিরছেন নির্মাতা মাহমুদ দিদার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের টেলিফিল্ম।
গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন করছে। কোনো ফোন ব্যবহার করে না সে। আর সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা। রাফা টমবয় টাইপ মেয়ে। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা। ঘটনাক্রমে তার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল। রাফার খোঁজে নামে পুলিশ। এভাবেই এগিয়ে যায় গল্প।
টেলিফিল্মটি নিয়ে মাহমুদ দিদার বলেন, ‘এই প্রজন্মের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্মটি। অন্যতম চরিত্র সফল তার জীবনকে নিজের মতো করে সাজাতে চায়। কোনো ফোন ব্যবহার করে না। অন্যকে বড় করে দেখতে পছন্দ করে। এমন একটা চরিত্র নতুন প্রজন্মকে ভাবাবে বলে আমার বিশ্বাস।’
মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই তরুণ মুখ সফল খান ও রিয়া। আরও আছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ। ২৯ নভেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম তোমাকে ভালোবাসার পর।
নাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের টেলিফিল্ম।
গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন করছে। কোনো ফোন ব্যবহার করে না সে। আর সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা। রাফা টমবয় টাইপ মেয়ে। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা। ঘটনাক্রমে তার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল। রাফার খোঁজে নামে পুলিশ। এভাবেই এগিয়ে যায় গল্প।
টেলিফিল্মটি নিয়ে মাহমুদ দিদার বলেন, ‘এই প্রজন্মের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্মটি। অন্যতম চরিত্র সফল তার জীবনকে নিজের মতো করে সাজাতে চায়। কোনো ফোন ব্যবহার করে না। অন্যকে বড় করে দেখতে পছন্দ করে। এমন একটা চরিত্র নতুন প্রজন্মকে ভাবাবে বলে আমার বিশ্বাস।’
মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই তরুণ মুখ সফল খান ও রিয়া। আরও আছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ। ২৯ নভেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম তোমাকে ভালোবাসার পর।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৩ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৩ ঘণ্টা আগেবলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের...
১৪ ঘণ্টা আগে