বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। বৃহস্পতিবার বায়োস্কোপ ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’
বায়োস্কোপের আরেক সদস্য অরণ্য বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ব্যান্ডের নিজস্ব গান থাকবে। সেই পরিকল্পনা থেকেই ব্যান্ড গঠনের শুরুতেই আমার নতুন গান প্রকাশ করেছি।’
শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বায়োস্কোপের। এ ব্যান্ডের গানের ধরন নিয়ে অরণ্য বলেন, ‘ব্যান্ড গঠনের চিন্তা করার পর থেকেই আমার ভাবছিলাম কী ধরনের গান করব। ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা।’
বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ:
অরণ্য আকন (ভোকাল ও গিটার)
সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা)
বাপ্পি নবী (ভোকাল ও গিটার)
লোবান (ড্রামস)
আবির দাস (পারকেশন)
তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। বৃহস্পতিবার বায়োস্কোপ ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’
বায়োস্কোপের আরেক সদস্য অরণ্য বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ব্যান্ডের নিজস্ব গান থাকবে। সেই পরিকল্পনা থেকেই ব্যান্ড গঠনের শুরুতেই আমার নতুন গান প্রকাশ করেছি।’
শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বায়োস্কোপের। এ ব্যান্ডের গানের ধরন নিয়ে অরণ্য বলেন, ‘ব্যান্ড গঠনের চিন্তা করার পর থেকেই আমার ভাবছিলাম কী ধরনের গান করব। ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা।’
বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ:
অরণ্য আকন (ভোকাল ও গিটার)
সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা)
বাপ্পি নবী (ভোকাল ও গিটার)
লোবান (ড্রামস)
আবির দাস (পারকেশন)
তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৪ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৪ ঘণ্টা আগেনাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের
১৪ ঘণ্টা আগে