বিনোদন ডেস্ক
এক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই, আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ। এমনটাই জানালেন ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় উপল সেনগুপ্ত লেখেন, ‘চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।’
নতুন অ্যালবামের রেকর্ড প্রকাশর খবর জানিয়ে উপল লেখেন, ‘নতুন অ্যালবামের সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপারে দ্বিধায় পড়েছিলাম আমরা। অ্যালবামের গানগুলো কি শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে? হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবীজুড়ে। এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে। চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশন ৩৫০টি রেকর্ড পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে।’
১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। এ বছর দলটি পূর্ণ করল ৩৫ বছর। এ উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে আসছে চন্দ্রবিন্দু। নতুন অ্যালবাম টালোবাসায় গান থাকবে ১০টি। কোন কোন গান স্থান পাচ্ছে এতে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা। তবে শোনা যাচ্ছে, চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি থাকবে এ অ্যালবামে।
এক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই, আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ। এমনটাই জানালেন ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় উপল সেনগুপ্ত লেখেন, ‘চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।’
নতুন অ্যালবামের রেকর্ড প্রকাশর খবর জানিয়ে উপল লেখেন, ‘নতুন অ্যালবামের সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপারে দ্বিধায় পড়েছিলাম আমরা। অ্যালবামের গানগুলো কি শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে? হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবীজুড়ে। এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে। চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশন ৩৫০টি রেকর্ড পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে।’
১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। এ বছর দলটি পূর্ণ করল ৩৫ বছর। এ উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে আসছে চন্দ্রবিন্দু। নতুন অ্যালবাম টালোবাসায় গান থাকবে ১০টি। কোন কোন গান স্থান পাচ্ছে এতে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা। তবে শোনা যাচ্ছে, চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি থাকবে এ অ্যালবামে।
ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
২ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৩ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৫ ঘণ্টা আগে