বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকার লুৎফর হাসান আর কলকাতার মেখলা দাশগুপ্ত। দুজনেরই বেশকিছু জনপ্রিয় গান আছে। ‘ঘুড়ি তুমি কার আকাশ ওড়ো’ ছাপিয়ে পরবর্তীতে লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’ গানগুলোও শুনেছেন শ্রোতারা।
আর মেখলা দাশগুপ্ত তো ‘আজ মন কেমনের জন্মদিন’ গেয়েই তুমুল আলোড়ন তুলেছিলেন দুই বাংলায়। এখনও উচ্ছ্বাসে–মন খারাপে গানটি গুণগুণ করে ওঠে লক্ষ তরুণ মন। মেখলার ‘অসময়ি বৃষ্টি’ও ভীষণ পছন্দ করেন শ্রোতারা।
এই দুই সংগীতশিল্পী এবার এক হলেন, এক গানে। নতুন গান গেয়েছেন তাঁরা একসঙ্গে। গানের নাম ‘এইতো আকাশ’। লিখেছেন গালিব সর্দার ও ওয়াহিদুল হুদা ডালটন। সংগীতায়োজনে শুভ সুলতান।
ভিডিও নির্মাণ শেষে গানটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। লুৎফর হাসান বলছেন, ‘মেখলা দাশগুপ্তর সাথে একটা দ্বৈত গান আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আমরা কারা? গালিব আর আমি। কিংবা গালিব আর ডালটন ভাই। অথবা শুভ আর গালিব। গানটা আরও ভালো করতে বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবস্তব পিকু আমাদের সঙ্গী হয়েছেন। গান প্রকাশ হয়েছে। অনেকেই শেয়ার করছেন, আমাদের ভালো লাগছে। সাহস পাচ্ছি আরও নতুন গান করতে।’
শুনুন লুৎফর হাসান–মেখলা দাশগুপ্তর ‘এইতো আকাশ’
১. পথের ক্লান্তি ভুলে
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ ও সংগীত: হেমন্ত মুখোপাধ্যায়
ছবি: মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
২. ও গানওলা
কথা, সুর, কণ্ঠ: কবীর সুমন
অ্যালবাম: গানওলা (১৯৯৪)
৩. আমি তোমাকেই বলে দেব
কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী
সুর: বাপ্পা মজুমদার
অ্যালবাম: হৃদয়পুর
ব্যান্ড: দলছুট
৪. এ তুমি কেমন তুমি
কথা, সুর, সংগীত: কবীর সুমন
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
ছবি: জাতিস্মর (২০১৪)
৫. আমার একলা আকাশ থমকে গেছে
ঢাকার লুৎফর হাসান আর কলকাতার মেখলা দাশগুপ্ত। দুজনেরই বেশকিছু জনপ্রিয় গান আছে। ‘ঘুড়ি তুমি কার আকাশ ওড়ো’ ছাপিয়ে পরবর্তীতে লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’ গানগুলোও শুনেছেন শ্রোতারা।
আর মেখলা দাশগুপ্ত তো ‘আজ মন কেমনের জন্মদিন’ গেয়েই তুমুল আলোড়ন তুলেছিলেন দুই বাংলায়। এখনও উচ্ছ্বাসে–মন খারাপে গানটি গুণগুণ করে ওঠে লক্ষ তরুণ মন। মেখলার ‘অসময়ি বৃষ্টি’ও ভীষণ পছন্দ করেন শ্রোতারা।
এই দুই সংগীতশিল্পী এবার এক হলেন, এক গানে। নতুন গান গেয়েছেন তাঁরা একসঙ্গে। গানের নাম ‘এইতো আকাশ’। লিখেছেন গালিব সর্দার ও ওয়াহিদুল হুদা ডালটন। সংগীতায়োজনে শুভ সুলতান।
ভিডিও নির্মাণ শেষে গানটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। লুৎফর হাসান বলছেন, ‘মেখলা দাশগুপ্তর সাথে একটা দ্বৈত গান আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আমরা কারা? গালিব আর আমি। কিংবা গালিব আর ডালটন ভাই। অথবা শুভ আর গালিব। গানটা আরও ভালো করতে বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবস্তব পিকু আমাদের সঙ্গী হয়েছেন। গান প্রকাশ হয়েছে। অনেকেই শেয়ার করছেন, আমাদের ভালো লাগছে। সাহস পাচ্ছি আরও নতুন গান করতে।’
শুনুন লুৎফর হাসান–মেখলা দাশগুপ্তর ‘এইতো আকাশ’
১. পথের ক্লান্তি ভুলে
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ ও সংগীত: হেমন্ত মুখোপাধ্যায়
ছবি: মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
২. ও গানওলা
কথা, সুর, কণ্ঠ: কবীর সুমন
অ্যালবাম: গানওলা (১৯৯৪)
৩. আমি তোমাকেই বলে দেব
কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী
সুর: বাপ্পা মজুমদার
অ্যালবাম: হৃদয়পুর
ব্যান্ড: দলছুট
৪. এ তুমি কেমন তুমি
কথা, সুর, সংগীত: কবীর সুমন
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
ছবি: জাতিস্মর (২০১৪)
৫. আমার একলা আকাশ থমকে গেছে
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৯ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১০ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৩ ঘণ্টা আগে