বিনোদন ডেস্ক
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। গতকাল সকাল ৮টায় সেই ইতিহাসের যবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত।
উমা দাশগুপ্ত পেশায় ছিলেন শিক্ষক। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সেরেও উঠছিলেন প্রথম দিকে। কিন্তু আবারও তাঁর শরীরে ক্যানসারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা শুরু হয় তাঁর। মাস খানিক আগে তাঁর মৃত্যুর খবরও ছড়ায়। তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুটা সত্য হয়েই ধরা দিল।
শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাঁকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়।
উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, ‘তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদিও তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়েই বুঝি চলে গেলেন উমাদি।’
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। গতকাল সকাল ৮টায় সেই ইতিহাসের যবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত।
উমা দাশগুপ্ত পেশায় ছিলেন শিক্ষক। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সেরেও উঠছিলেন প্রথম দিকে। কিন্তু আবারও তাঁর শরীরে ক্যানসারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা শুরু হয় তাঁর। মাস খানিক আগে তাঁর মৃত্যুর খবরও ছড়ায়। তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুটা সত্য হয়েই ধরা দিল।
শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাঁকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়।
উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, ‘তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদিও তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়েই বুঝি চলে গেলেন উমাদি।’
প্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৬ ঘণ্টা আগেক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১ দিন আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১ দিন আগে