চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৬: ৪৩
উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। গতকাল সকাল ৮টায় সেই ইতিহাসের যবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত।

উমা দাশগুপ্ত পেশায় ছিলেন শিক্ষক। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সেরেও উঠছিলেন প্রথম দিকে। কিন্তু আবারও তাঁর শরীরে ক্যানসারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা শুরু হয় তাঁর। মাস খানিক আগে তাঁর মৃত্যুর খবরও ছড়ায়। তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুটা সত্য হয়েই ধরা দিল।

বার্ধক্যে ও কৈশোরে উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত
বার্ধক্যে ও কৈশোরে উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাঁকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়।

দূর্গা চরিত্রে উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত
দূর্গা চরিত্রে উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, ‘তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদিও তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়েই বুঝি চলে গেলেন উমাদি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত