বিনোদন প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারিতে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা বিপদে পড়েছেন আরও বেশি; বিশেষ করে সংগীতশিল্পীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও খুলতে শুরু করেছে। কিন্তু হচ্ছে না কোনো গানের অনুষ্ঠান। বন্ধ কনসার্ট। যন্ত্রীদের আয় একেবারেই বন্ধ। বিনোদনমাধ্যমের অন্যরা কোনোমতে চালিয়ে নিতে পারলেও সংগীতাঙ্গনে ভীষণ দুর্দশা।
কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী তাই এগিয়ে এসেছেন। সংগীতাঙ্গনের হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করা যায় কি না, এই ভাবনা থেকে আয়োজন করেছেন অনলাইন কনসার্টের। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন আরও ২০ জনের বেশি সংগীতশিল্পী। যাঁরা সবাই ওই অনলাইন কনসার্টে গাইবেন।
রূপঙ্কর বাগচী বলেন, ‘কোভিড পরিস্থিতি সবার জীবনেই ছাপ ফেলেছে। তবে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন মিউজিশিয়ান ও ব্যাকস্টেজের মানুষেরা। তাই তাঁদের পাশে দাঁড়াতে আমরা সবাই এক হয়েছি।’ ২৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় হবে ‘হোপ ২১’ নামের ওই কনসার্ট। গান শুনতে হলে কাটতে হবে টিকিট, ওই টিকিটের অর্থ ব্যবহৃত হবে শিল্পীদের সাহায্যে।
এ বিষয়ে কথা হয় সংগীতশিল্পী লোপামুদ্রার সঙ্গে। ‘হোপ ২১’ কনসার্টে গাইবেন তিনিও। লোপামুদ্রা বলেন, ‘হাজার হাজার মানুষ শুধু গানবাজনাকে জীবিকা করে বাঁচে। গায়ক, যন্ত্রী, শব্দ প্রক্ষেপণ, আলো, স্টেজ, ব্যাকস্টেজ, ইভেন্ট ম্যানেজার–তাঁরা সবাই আজ অসহায়। এমনকি কেউ কেউ যন্ত্র বিক্রি করে দিয়েছেন বাধ্য হয়ে, সে খবরও আসছে। তাই আমরা সবাই আবার আপনাদের দ্বারস্থ হলাম। তাঁদের পাশে দাঁড়ান।’
শিল্পীদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আরও গাইবেন রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উপল, চন্দ্রিল ভট্টাচার্য, সোমলতা, লগ্নজিতা, উজ্জয়িনীসহ অনেকেই।
করোনা মহামারিতে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা বিপদে পড়েছেন আরও বেশি; বিশেষ করে সংগীতশিল্পীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও খুলতে শুরু করেছে। কিন্তু হচ্ছে না কোনো গানের অনুষ্ঠান। বন্ধ কনসার্ট। যন্ত্রীদের আয় একেবারেই বন্ধ। বিনোদনমাধ্যমের অন্যরা কোনোমতে চালিয়ে নিতে পারলেও সংগীতাঙ্গনে ভীষণ দুর্দশা।
কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী তাই এগিয়ে এসেছেন। সংগীতাঙ্গনের হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করা যায় কি না, এই ভাবনা থেকে আয়োজন করেছেন অনলাইন কনসার্টের। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন আরও ২০ জনের বেশি সংগীতশিল্পী। যাঁরা সবাই ওই অনলাইন কনসার্টে গাইবেন।
রূপঙ্কর বাগচী বলেন, ‘কোভিড পরিস্থিতি সবার জীবনেই ছাপ ফেলেছে। তবে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন মিউজিশিয়ান ও ব্যাকস্টেজের মানুষেরা। তাই তাঁদের পাশে দাঁড়াতে আমরা সবাই এক হয়েছি।’ ২৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় হবে ‘হোপ ২১’ নামের ওই কনসার্ট। গান শুনতে হলে কাটতে হবে টিকিট, ওই টিকিটের অর্থ ব্যবহৃত হবে শিল্পীদের সাহায্যে।
এ বিষয়ে কথা হয় সংগীতশিল্পী লোপামুদ্রার সঙ্গে। ‘হোপ ২১’ কনসার্টে গাইবেন তিনিও। লোপামুদ্রা বলেন, ‘হাজার হাজার মানুষ শুধু গানবাজনাকে জীবিকা করে বাঁচে। গায়ক, যন্ত্রী, শব্দ প্রক্ষেপণ, আলো, স্টেজ, ব্যাকস্টেজ, ইভেন্ট ম্যানেজার–তাঁরা সবাই আজ অসহায়। এমনকি কেউ কেউ যন্ত্র বিক্রি করে দিয়েছেন বাধ্য হয়ে, সে খবরও আসছে। তাই আমরা সবাই আবার আপনাদের দ্বারস্থ হলাম। তাঁদের পাশে দাঁড়ান।’
শিল্পীদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আরও গাইবেন রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উপল, চন্দ্রিল ভট্টাচার্য, সোমলতা, লগ্নজিতা, উজ্জয়িনীসহ অনেকেই।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৯ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১০ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৩ ঘণ্টা আগে