গণ-অভ্যুত্থানের গান নিয়ে শিল্পকলায় ‘আওয়াজ উডা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮: ১৩
র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। ছবি: সংগৃহীত

যেকোনো আন্দোলনের সময় প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে গান। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও শিল্পীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ৩০টির বেশি নতুন গান প্রকাশিত হয় ছাত্রদের এ আন্দোলনকে ঘিরে। আলোচনার কেন্দ্রে ছিল হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ ও মুহাম্মদ সেজানের ‘কথা ক’, পারসার ‘ভুলে যাই আমি’সহ বেশ কয়েকটি গান।

অভ্যুত্থানের সময়ের গান নিয়ে এবার আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। র‍্যাপার হান্নানের গানের সঙ্গে মিল রেখে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে গণ-অভ্যুত্থানের গান ‘আওয়াজ উডা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন।

উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি), বিশেষ অতিথি সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।

সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। ‘আমরা করব জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চাকমা ভাষার গান’, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা সন্তোষ ‘তঞ্চঙ্গ্যা ভাষার গান’, ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’, সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করবেন।

একক সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি এবং পাহাড়ি গান পরিবেশন করবে এফ মাইনর। র‌্যাপ সংগীত পরিবেশন করবে যিন ব্রাদার্স এবং হান্নান হোসাইন শিমুল ও তাঁর দল। সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্ঝার মতো’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত