ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসর
বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’। সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরতীরবর্তী তাহিরপুর উপজেলায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, তা নিয়েই ব্যঙ্গাত্মক এই চলচ্চিত্র। অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস প্রমুখ।
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হচ্ছে সিনেমাটির। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট হাউস সিনেমাসের (সিআইসিএই) সঙ্গে যৌথ আয়োজনে বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজন করতে যাচ্ছে ‘ইউরোপীয়ান আর্ট হাউস সিনেমা ডে’। ২২ নভেম্বরের সেই আয়োজনেই বেশ কিছু ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি থাকছে ‘হইতে সুরমা’র প্রদর্শনী।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত সিআইসিএই মূলত একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রদর্শনে প্রেক্ষাগৃহ ও প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। ২০১৬ সালে সংস্থাটি ইউরোপের আরেকটি সংগঠন ইউরোপা সিনেমাসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে। প্রতিবছর ইউরোপের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা এই উদ্যোগের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন এবং তাঁদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়।
এ বছর ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ। ২২ নভেম্বর ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে (টাউন হল) দিনব্যাপী আয়োজনে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি থাকছে সিনেমা নিয়ে আলোচনা, দর্শনীয় স্থান ভ্রমণ। প্রধান অতিথি থাকবেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, বিশেষ অতিথি থাকবেন ইউনেসকোর বাংলাদেশপ্রধান ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন।
সিনেমাবিষয়ক আলোচনা পর্বে অংশ নেবেন নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক। যেসব সিনেমার প্রদর্শনী হবে, তার তালিকায় রয়েছে ‘হইতে সুরমা’ (বাংলাদেশ), ‘দ্য সাইরেন’ (ফ্রান্স), ‘গন্ডোলা’ (জার্মানি) ও ‘দ্য মিটসেলার’ (ইতালি)।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’। সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরতীরবর্তী তাহিরপুর উপজেলায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, তা নিয়েই ব্যঙ্গাত্মক এই চলচ্চিত্র। অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস প্রমুখ।
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হচ্ছে সিনেমাটির। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট হাউস সিনেমাসের (সিআইসিএই) সঙ্গে যৌথ আয়োজনে বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজন করতে যাচ্ছে ‘ইউরোপীয়ান আর্ট হাউস সিনেমা ডে’। ২২ নভেম্বরের সেই আয়োজনেই বেশ কিছু ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি থাকছে ‘হইতে সুরমা’র প্রদর্শনী।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত সিআইসিএই মূলত একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রদর্শনে প্রেক্ষাগৃহ ও প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। ২০১৬ সালে সংস্থাটি ইউরোপের আরেকটি সংগঠন ইউরোপা সিনেমাসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে। প্রতিবছর ইউরোপের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা এই উদ্যোগের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন এবং তাঁদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়।
এ বছর ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ। ২২ নভেম্বর ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে (টাউন হল) দিনব্যাপী আয়োজনে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি থাকছে সিনেমা নিয়ে আলোচনা, দর্শনীয় স্থান ভ্রমণ। প্রধান অতিথি থাকবেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, বিশেষ অতিথি থাকবেন ইউনেসকোর বাংলাদেশপ্রধান ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন।
সিনেমাবিষয়ক আলোচনা পর্বে অংশ নেবেন নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক। যেসব সিনেমার প্রদর্শনী হবে, তার তালিকায় রয়েছে ‘হইতে সুরমা’ (বাংলাদেশ), ‘দ্য সাইরেন’ (ফ্রান্স), ‘গন্ডোলা’ (জার্মানি) ও ‘দ্য মিটসেলার’ (ইতালি)।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১১ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৪ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৮ ঘণ্টা আগে