অনলাইন ডেস্ক
বলিউডে কিং অব রোমাঞ্চ খ্যাত শাহরুখ খান ৬০ বছরে পা দিলেন। গতকাল তাঁর ৫৯ তম জন্মদিন পালন করেছেন তিনি। তাঁর এই ক্যারিয়ারের পেছনের গল্প বলতে গিয়ে শাহরুখ সম্মানের সঙ্গে উল্লেখ করলেন সকল নায়িকা ও নারী অভিনেত্রীদের কথা, যাদের সঙ্গে পর্দায় জায়গা হয়েছিল। অকপটে স্বীকার করলেন অভিনয়ে দক্ষতায় ‘কিং খান’ হয়ে ওঠার পেছনে সেসব বলিউড নায়িকাদের অবদানের কথা।
শুধু তাই নয় কঠোর পরিশ্রম ও অভিনয়ের লক্ষ্যে অটুট থাকা ছাড়া নিজের সাফল্যের পুরো কৃতিত্ব সেসব নারীদেরই দিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের এ গল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
শাহরুখ খান বলেছেন, ‘আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এরপর মাকে। কিন্তু আমার জীবনে নারী অভিনেত্রীদের ভূমিকা অপরিমেয়। আমি আজ যা কিছু, সব আসলে তাদের জন্য। সিনেমার অধিকাংশ কাজ তারাই করতো, আমি শুধু সিনেমার ক্রেডিট নিতাম। আমি শাহরুখ খান হয়েছি, তারা কেউ শাহরুখ খান হয়নি। আমি মনে করি তারাই আমাকে শাহরুখ খান বানিয়েছে। আমি নিজেকে বিশাল জমকালো কিছু দেখছি না।’
উদাহরণ দিতে গিয়ে শাহরুখ বলেছেন, মাধুরী দীক্ষিত আমাকে হাতে ধরে নাচ করিয়েছে। সে আমাকে লিড দিয়েছে, আমি নই। জুহি চাওলা আমাকে কমিক টাইমিং শিখিয়েছে। কাজল আমাকে শিখিয়েছে কীভাবে কাঁদতে হয়। তারা গাধার খাটুনি খেটেছে, কিন্তু সিনেমার শেষে “শাহরুখ খান: দ্য সুপারস্টার।’ ’ এবং আমি এগুলো জানি, এগুলো অস্বীকার করতে পারব না। আমি কখনোই ভুলব না যে, আমি আজকে যে স্থানে আছি, এটা শুধুমাত্র নারী অভিনেত্রীদের জন্য।’
শাহরুখ খান নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে অভিনেত্রীদের উদ্দেশে বলেছেন, আমার সকল সৌজন্য, বিনয়ের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকটি সিনেমায় অসাধারণ।’
এর আগে শাহরুখ খান বলেছিলেন ‘সংবেদনশীল’ আচরণের জন্য তিনি নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি ভালোবাসেন।
এবারের জন্মদিনে দূর দুরান্ত থেকে মান্নাতের সামনে আসা ভক্তদের দেখা দেননি কিং খান। যদিও প্রতি বারের মতোই এ বছরও তাঁর বাড়ির সামনে অপেক্ষমাণ ভক্তরা কেউ গান গাইছিলেন, কেউ দাঁড়িয়ে বলিউড বাদশাহর সিগনেচার পোজে, কেউ পরে ছিল শাহরুখের ছবি সংবলিত টিশার্ট, কারও হাতে শুভ জন্মদিন লেখা পোস্টার, কেউ আবার খাবার বিতরণ করেছে দরিদ্রদের মধ্যে।
বলিউডে কিং অব রোমাঞ্চ খ্যাত শাহরুখ খান ৬০ বছরে পা দিলেন। গতকাল তাঁর ৫৯ তম জন্মদিন পালন করেছেন তিনি। তাঁর এই ক্যারিয়ারের পেছনের গল্প বলতে গিয়ে শাহরুখ সম্মানের সঙ্গে উল্লেখ করলেন সকল নায়িকা ও নারী অভিনেত্রীদের কথা, যাদের সঙ্গে পর্দায় জায়গা হয়েছিল। অকপটে স্বীকার করলেন অভিনয়ে দক্ষতায় ‘কিং খান’ হয়ে ওঠার পেছনে সেসব বলিউড নায়িকাদের অবদানের কথা।
শুধু তাই নয় কঠোর পরিশ্রম ও অভিনয়ের লক্ষ্যে অটুট থাকা ছাড়া নিজের সাফল্যের পুরো কৃতিত্ব সেসব নারীদেরই দিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের এ গল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
শাহরুখ খান বলেছেন, ‘আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এরপর মাকে। কিন্তু আমার জীবনে নারী অভিনেত্রীদের ভূমিকা অপরিমেয়। আমি আজ যা কিছু, সব আসলে তাদের জন্য। সিনেমার অধিকাংশ কাজ তারাই করতো, আমি শুধু সিনেমার ক্রেডিট নিতাম। আমি শাহরুখ খান হয়েছি, তারা কেউ শাহরুখ খান হয়নি। আমি মনে করি তারাই আমাকে শাহরুখ খান বানিয়েছে। আমি নিজেকে বিশাল জমকালো কিছু দেখছি না।’
উদাহরণ দিতে গিয়ে শাহরুখ বলেছেন, মাধুরী দীক্ষিত আমাকে হাতে ধরে নাচ করিয়েছে। সে আমাকে লিড দিয়েছে, আমি নই। জুহি চাওলা আমাকে কমিক টাইমিং শিখিয়েছে। কাজল আমাকে শিখিয়েছে কীভাবে কাঁদতে হয়। তারা গাধার খাটুনি খেটেছে, কিন্তু সিনেমার শেষে “শাহরুখ খান: দ্য সুপারস্টার।’ ’ এবং আমি এগুলো জানি, এগুলো অস্বীকার করতে পারব না। আমি কখনোই ভুলব না যে, আমি আজকে যে স্থানে আছি, এটা শুধুমাত্র নারী অভিনেত্রীদের জন্য।’
শাহরুখ খান নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে অভিনেত্রীদের উদ্দেশে বলেছেন, আমার সকল সৌজন্য, বিনয়ের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকটি সিনেমায় অসাধারণ।’
এর আগে শাহরুখ খান বলেছিলেন ‘সংবেদনশীল’ আচরণের জন্য তিনি নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি ভালোবাসেন।
এবারের জন্মদিনে দূর দুরান্ত থেকে মান্নাতের সামনে আসা ভক্তদের দেখা দেননি কিং খান। যদিও প্রতি বারের মতোই এ বছরও তাঁর বাড়ির সামনে অপেক্ষমাণ ভক্তরা কেউ গান গাইছিলেন, কেউ দাঁড়িয়ে বলিউড বাদশাহর সিগনেচার পোজে, কেউ পরে ছিল শাহরুখের ছবি সংবলিত টিশার্ট, কারও হাতে শুভ জন্মদিন লেখা পোস্টার, কেউ আবার খাবার বিতরণ করেছে দরিদ্রদের মধ্যে।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১৫ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৭ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৭ ঘণ্টা আগেনাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের
১৭ ঘণ্টা আগে