গুঞ্জন হলো সত্যি, সোলস ছাড়লেন নাসিম

বিনোদন প্রতিবেদক. ঢাকা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯: ০৮
নাসিম আলী খান

গত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম। তবে নাসিম জানিয়েছিলেন, সোলস ছাড়েননি তিনি। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্র সফরের অংশ হননি। পরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরেও সোলসের সঙ্গে দেখা যায়নি তাঁকে। অবশেষে নাসিম জানালেন, তিনি আর সোলসে নেই।

নাসিম বলেন, ‘আমি ব্যবসায়ী। ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে টানা তিন মাস বা দুই মাস থাকা সম্ভব নয়। সোলসের ৫০ বছর পূর্তিতে অনেক শো হয়েছে, ব্যান্ডের ব্যস্ততাও বেড়েছে। ব্যবসায়ী হিসেবে ঢাকায় আমার কয়েকটি কমিটমেন্ট ছিল। ব্যবসায়িক ব্যস্ততার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেতে পারব না। ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসা ও সংগীত সমান্তরালে চলছিল। ৪৫ বছর ছিলাম, কিন্তু এখন সত্যিই পারছি না। ভবিষ্যতে সোলস কোনো সংকটে পড়লে আমাকে পাবে।’

নাসিমের ব্যান্ড ছাড়ার বিষয়টি স্বীকার করেছেন সোলসের দলনেতা পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নাসিম ভাইয়ের কোনো সমস্যা নেই। শুধু ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি আমাদের সময় দিতে পারছেন না। সোলস তাঁকে মিস করবে।’

১৯৭৮ সাল থেকে সোলসে অতিথি সদস্য ছিলেন নাসিম আলী খান, ১৯৮০ থেকে সক্রিয় সদস্য হিসেবে পথচলা শুরু করেন। নাসিম জানিয়েছেন, সোলস ব্যান্ডে না থাকলেও এককভাবে গান চালিয়ে যাবেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত