বিশেষ শিক্ষার ৫ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০: ৫৯

বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ লোকবল তৈরি এবং উচ্চতর গবেষণার জন্য দেশে পাঁচটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষায় কৃতকার্য হতে হবে।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
দেশে অ্যাভিয়েশন শিল্পে দক্ষ জনশক্তি তৈরির একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বা বিএসএমআরএএইউ। বিশ্ববিদ্যালয়টির দুটি অনুষদের চারটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। 

যেসব বিষয় পড়ানো হয়: বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিকস), বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাডিয়নিকস)।
যোগাযোগ: bsmraau.edu.bd/admission

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় 
এটি দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাই-টেক পার্কসংলগ্ন এলাকায় এর অবস্থান। 
যেসব বিষয় পড়ানো হয়: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এডুকেশনাল টেকনোলজি, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং।
আসন সংখ্যা: ২২০টি
যোগাযোগ: bdu.ac.bd 
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এটি দেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অংশ নিতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষায়।
অনুষদ ও বিভাগ: ভেটেরিনারি মেডিসিন, খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি এবং মৎস্য অনুষদের অধীনে এ বিশ্ববিদ্যালয়ে ১৮টি বিভাগ রয়েছে। 
আসন সংখ্যা: ২৪৫টি
যোগাযোগ: www.cvasu.ac.bd

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় 
এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। 
যেসব বিষয় পড়ানো হয়: বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগ চালু আছে। এগুলো হলো ওশানোগ্রাফি, মেরিন ফিশারিজ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল, পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস। 
আসনসংখ্যা: ২০০টি
যোগাযোগ: www.bsmrmu.edu.bd

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্স বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। 
যেসব বিষয় পড়ানো হয়: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ১০টি বিভাগ রয়েছে। এগুলো হলো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ।
আসনসংখ্যা: ৬০০টি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত