নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ট্রাকভর্তি ৪ শত বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশরাফুল আলম সাকেলকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাকেল শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে।
অভিযোগ ওঠে, গত ৮ জুন বিয়ানীবাজারে সরকারি নিলামে কেনা ২৪ লাখ টাকার চিনি গুদামে নিয়ে আসার পথে লুট করে নিয়ে যায় ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলা হয়। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক-সহসভাপতির ফোনালাপ ভাইরাল হয়। সমালোচনার মুখে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ৮০ বস্তা চিনি উদ্ধারের পাশাপাশি পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
১৬ জুন একই ঘটনায় বিয়ানীবাজারে উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তাহমিদ ও সাকেল মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ ৫ দিন করে রিমান্ডে চায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কল রেকর্ডে নাম প্রকাশিত হওয়ায় সন্দেহভাজন হিসেবে সাকেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাহমিদ ও সাকেল দুজনকেই ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হবে। তাহমিদের আবেদন করা আছে, শুনানির তারিখ হয়নি। এক সঙ্গে দুটির শুনানি হতে পারে।
আরও পড়ুন–
সিলেটের বিয়ানীবাজারে ট্রাকভর্তি ৪ শত বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশরাফুল আলম সাকেলকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাকেল শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে।
অভিযোগ ওঠে, গত ৮ জুন বিয়ানীবাজারে সরকারি নিলামে কেনা ২৪ লাখ টাকার চিনি গুদামে নিয়ে আসার পথে লুট করে নিয়ে যায় ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলা হয়। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক-সহসভাপতির ফোনালাপ ভাইরাল হয়। সমালোচনার মুখে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ৮০ বস্তা চিনি উদ্ধারের পাশাপাশি পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
১৬ জুন একই ঘটনায় বিয়ানীবাজারে উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তাহমিদ ও সাকেল মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ ৫ দিন করে রিমান্ডে চায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কল রেকর্ডে নাম প্রকাশিত হওয়ায় সন্দেহভাজন হিসেবে সাকেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাহমিদ ও সাকেল দুজনকেই ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হবে। তাহমিদের আবেদন করা আছে, শুনানির তারিখ হয়নি। এক সঙ্গে দুটির শুনানি হতে পারে।
আরও পড়ুন–
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে