নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ ছিল তিন মাস, কমিটির বয়স এখন এক বছরের বেশি। তাই কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যেকোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফ ই রহমান তন্ময় বলেন, ‘কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। কমিটি গঠনের পর থেকে দুই পক্ষের বিরোধ ও বারবার সংঘাতে লিপ্ত হওয়া এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমরা কেন্দ্রীয় সংসদকে অবহিত করি। এর পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।’
২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তখন পদবঞ্চিত জাহিদুল ইসলাম রুবেল ওই কমিটিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নবীগঞ্জ শহরে মহড়া দেন। কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও শহরে অস্ত্রের মহড়া হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারের গোল্ডেন প্লাজার পেছনে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। তাতে গুরুতর আহত হলে রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয়নগরের নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা, দুটি সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার রুবেলের অনুসারীরা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল রাহেলের বাসা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দর আলীর ব্যবসাপ্রতিষ্ঠান, বাসভবন ভাঙচুর করে, হামলা চালিয়ে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের হাসপাতালের সামনের সিএনজি স্ট্যান্ড গুঁড়িয়ে দেওয়া হয়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ ছিল তিন মাস, কমিটির বয়স এখন এক বছরের বেশি। তাই কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যেকোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফ ই রহমান তন্ময় বলেন, ‘কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। কমিটি গঠনের পর থেকে দুই পক্ষের বিরোধ ও বারবার সংঘাতে লিপ্ত হওয়া এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমরা কেন্দ্রীয় সংসদকে অবহিত করি। এর পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।’
২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তখন পদবঞ্চিত জাহিদুল ইসলাম রুবেল ওই কমিটিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নবীগঞ্জ শহরে মহড়া দেন। কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও শহরে অস্ত্রের মহড়া হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারের গোল্ডেন প্লাজার পেছনে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। তাতে গুরুতর আহত হলে রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয়নগরের নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা, দুটি সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার রুবেলের অনুসারীরা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল রাহেলের বাসা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দর আলীর ব্যবসাপ্রতিষ্ঠান, বাসভবন ভাঙচুর করে, হামলা চালিয়ে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের হাসপাতালের সামনের সিএনজি স্ট্যান্ড গুঁড়িয়ে দেওয়া হয়।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১০ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে