গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপপরিদর্শক (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল সরকার ও আরিফের যৌথভাবে ঠিকাদারি ব্যবসা রয়েছে। টঙ্গীর নৌঘাট ইজারা নিয়ে টাকার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব হয়। তাঁদের দুজনের বাড়িই গাজীপুরে। আরিফের অভিযোগের ভিত্তিতে গত ২৬ অক্টোবর যৌথ বাহিনী টুটুলকে আটক করে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় আইনি সহায়তা দিতে গিয়ে আটক হন টুটুলের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন। পরে আরিফ ব্যবসায়িক অংশীদার টুটুলসহ দুজনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। টুটুল আমেরিকান নাগরিক বলে পুলিশ জানিয়েছে।
এলাকায় তাঁর অনেক সম্পদ ও প্রভাব রয়েছে। এসব কারণে টুটুল যেকোনো উপায়ে থানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু থানা-পুলিশ কোনো তদবিরের বিনিময়ে তাঁকে ছাড়তে রাজি হয়নি। এ কারণে টুটুল থানাহাজতে থেকেই বাদীর সঙ্গে আপস-মীমাংসায় উপনীত হন। আপসের শর্ত হিসেবে হাজতে বসেই টুটুল বাদীকে ১৯ লাখ টাকা দেন। ওই দিনই তিনি জামিনে মুক্ত হন।
এ ঘটনার কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, থানার হাজতখানার ভেতরে হলুদ গেঞ্জি ও সাদা প্যান্ট পরে বসে রয়েছেন টুটুল। লোহার শিকের ফাঁক দিয়ে হাজতখানার ভেতর থেকে গুনে গুনে টাকার বান্ডিল হাতবদল করছেন দুই ব্যক্তির সঙ্গে। ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার এসব বান্ডিল। হাজতের বাইরে থেকে সেসব টাকার বান্ডিল গুনে কালো ও সাদা রঙের দুটি শপিং ব্যাগে রাখছেন আরও দুজন। পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পোশাক পরা এক কনস্টেবল।
ভুক্তভোগী আইনজীবী ইব্রাহিম হোসেন বলেন, ‘ওই দিন ভুল তথ্যে টুটুলকে আটক করে যৌথ বাহিনী। টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করার পর আইনজীবী হিসেবে সহায়তা দিতে গেলে আমাকেও আটক হতে হয়েছে। আটকের পর চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এর আগে টুটুল বা আমার নামে কোনো মামলা ছিল না।’
টুটুল সাংবাদিকদের বলেন, ‘আমি হাজতখানায় আটক থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ আরিফুর ও মহিউদ্দিন আমার কাছ থেকে ১৯ লাখ টাকা আদায় করেছেন।’
মহিউদ্দিন বলেন, ‘হাজতখানা থেকে টুটুলের কাছ থেকে ১৯ লাখ টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়। তার কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়েছি। তার কাছে আরও অনেক টাকা পাওনা আছে।’ আরিফের ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ পরিদর্শক আলমগীর বলেন, ‘টাকা লেনদেনের ঘটনার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। কোনো পুলিশ সদস্য টাকা নেননি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি মামলার বাদী ও বিবাদী নিজেরা আপস করে টাকা লেনদেন করেছেন।’ তিনি আরও বলেন, হাজতখানার দায়িত্বে থাকা কনস্টেবল মুকতাদিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামানকে শোকজ ও মহানগর পুলিশের উত্তর বিভাগে বদলি করা হয়েছে। আর দায়িত্বে অবহেলার কারণে ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপপরিদর্শক (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল সরকার ও আরিফের যৌথভাবে ঠিকাদারি ব্যবসা রয়েছে। টঙ্গীর নৌঘাট ইজারা নিয়ে টাকার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব হয়। তাঁদের দুজনের বাড়িই গাজীপুরে। আরিফের অভিযোগের ভিত্তিতে গত ২৬ অক্টোবর যৌথ বাহিনী টুটুলকে আটক করে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় আইনি সহায়তা দিতে গিয়ে আটক হন টুটুলের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন। পরে আরিফ ব্যবসায়িক অংশীদার টুটুলসহ দুজনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। টুটুল আমেরিকান নাগরিক বলে পুলিশ জানিয়েছে।
এলাকায় তাঁর অনেক সম্পদ ও প্রভাব রয়েছে। এসব কারণে টুটুল যেকোনো উপায়ে থানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু থানা-পুলিশ কোনো তদবিরের বিনিময়ে তাঁকে ছাড়তে রাজি হয়নি। এ কারণে টুটুল থানাহাজতে থেকেই বাদীর সঙ্গে আপস-মীমাংসায় উপনীত হন। আপসের শর্ত হিসেবে হাজতে বসেই টুটুল বাদীকে ১৯ লাখ টাকা দেন। ওই দিনই তিনি জামিনে মুক্ত হন।
এ ঘটনার কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, থানার হাজতখানার ভেতরে হলুদ গেঞ্জি ও সাদা প্যান্ট পরে বসে রয়েছেন টুটুল। লোহার শিকের ফাঁক দিয়ে হাজতখানার ভেতর থেকে গুনে গুনে টাকার বান্ডিল হাতবদল করছেন দুই ব্যক্তির সঙ্গে। ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার এসব বান্ডিল। হাজতের বাইরে থেকে সেসব টাকার বান্ডিল গুনে কালো ও সাদা রঙের দুটি শপিং ব্যাগে রাখছেন আরও দুজন। পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পোশাক পরা এক কনস্টেবল।
ভুক্তভোগী আইনজীবী ইব্রাহিম হোসেন বলেন, ‘ওই দিন ভুল তথ্যে টুটুলকে আটক করে যৌথ বাহিনী। টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করার পর আইনজীবী হিসেবে সহায়তা দিতে গেলে আমাকেও আটক হতে হয়েছে। আটকের পর চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এর আগে টুটুল বা আমার নামে কোনো মামলা ছিল না।’
টুটুল সাংবাদিকদের বলেন, ‘আমি হাজতখানায় আটক থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ আরিফুর ও মহিউদ্দিন আমার কাছ থেকে ১৯ লাখ টাকা আদায় করেছেন।’
মহিউদ্দিন বলেন, ‘হাজতখানা থেকে টুটুলের কাছ থেকে ১৯ লাখ টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়। তার কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়েছি। তার কাছে আরও অনেক টাকা পাওনা আছে।’ আরিফের ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ পরিদর্শক আলমগীর বলেন, ‘টাকা লেনদেনের ঘটনার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। কোনো পুলিশ সদস্য টাকা নেননি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি মামলার বাদী ও বিবাদী নিজেরা আপস করে টাকা লেনদেন করেছেন।’ তিনি আরও বলেন, হাজতখানার দায়িত্বে থাকা কনস্টেবল মুকতাদিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামানকে শোকজ ও মহানগর পুলিশের উত্তর বিভাগে বদলি করা হয়েছে। আর দায়িত্বে অবহেলার কারণে ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে