সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৯: ৪০

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন গাড়িচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত দুজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেট কারচালক মোহাম্মদ আলী।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুছ আলী এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, আজ বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমার তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামের প্রাইভেট কারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রামিম আহমদ নামের প্রাইভেট কারের এক যাত্রী।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুছ আলী বলেন, ঢাকা থেকে সিলেটে একটি বেসরকারি টিভি চ্যানেলের মালামাল নিয়ে আসছিল প্রাইভেট কারটি। ওসমানীনগরের আহমদনগর এলাকায় আসা মাত্র বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত