ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে