গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শিক্ষকেরাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে দেশব্যাপী সরকারের নানামুখী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত গোয়াইনঘাট উপজেলায় নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকেরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। শিশুদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে চাই দক্ষ শিক্ষক। একমাত্র মেধাবীরাই পারেন কোমলমতি শিশুদের দক্ষ জাতি গঠনের স্বপ্ন দেখাতে। প্রাথমিক শিক্ষা মজবুত না হলে মাধ্যমিক, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সফল হবে না। প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হবে। এ জন্য প্রয়োজন মেধাবী, যোগ্যতাসম্পন্ন ও দক্ষ শিক্ষক।’
নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা হচ্ছেন শিশুর দ্বিতীয় মা-বাবা। একজন মা-বাবা তাঁর সন্তানকে মানুষ করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিয়ে আসেন। শিক্ষকেরাই পারেন একটি জাতিকে শিক্ষিত ও উন্নত করে গড়ে তুলতে।’
সব শিক্ষককে সময়মতো স্কুলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা সময়মতো উপস্থিত হলে শিক্ষার্থীরাও সময়মতো স্কুলে উপস্থিত হয়। দেশ ও জাতি আপনাকে যা দিচ্ছে, আপনি তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্রামকে শহর বানানোর স্বপ্ন প্রথমে শেখ হাসিনাই দেখেছেন এবং তা বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা ক্ষেত্রসহ দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প কিছু হতে পারে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডৌবাড়ী ইউপির চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, মধ্য জাফলং ইউপির চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর অনুভূতি প্রকাশ করেন শিয়ালার হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহমদ ও রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুকা ভদ্র পলি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শিক্ষকেরাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে দেশব্যাপী সরকারের নানামুখী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত গোয়াইনঘাট উপজেলায় নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকেরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। শিশুদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে চাই দক্ষ শিক্ষক। একমাত্র মেধাবীরাই পারেন কোমলমতি শিশুদের দক্ষ জাতি গঠনের স্বপ্ন দেখাতে। প্রাথমিক শিক্ষা মজবুত না হলে মাধ্যমিক, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সফল হবে না। প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হবে। এ জন্য প্রয়োজন মেধাবী, যোগ্যতাসম্পন্ন ও দক্ষ শিক্ষক।’
নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা হচ্ছেন শিশুর দ্বিতীয় মা-বাবা। একজন মা-বাবা তাঁর সন্তানকে মানুষ করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিয়ে আসেন। শিক্ষকেরাই পারেন একটি জাতিকে শিক্ষিত ও উন্নত করে গড়ে তুলতে।’
সব শিক্ষককে সময়মতো স্কুলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা সময়মতো উপস্থিত হলে শিক্ষার্থীরাও সময়মতো স্কুলে উপস্থিত হয়। দেশ ও জাতি আপনাকে যা দিচ্ছে, আপনি তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্রামকে শহর বানানোর স্বপ্ন প্রথমে শেখ হাসিনাই দেখেছেন এবং তা বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা ক্ষেত্রসহ দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প কিছু হতে পারে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডৌবাড়ী ইউপির চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, মধ্য জাফলং ইউপির চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর অনুভূতি প্রকাশ করেন শিয়ালার হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহমদ ও রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুকা ভদ্র পলি।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে