নিজস্ব প্রতিবেদক, সিলেট
বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নগরের ১৯ ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঝুঁকি এড়াতে নগরের বেশির ভাগ এলাকায় গতকাল রোববার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ দশমিক ২ মিলিমিটার। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। হয়তো এক বেলা বিরতি দিয়ে আরেক বেলা বৃষ্টি হতে পারে। এতে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ দিকে গত বুধবার এক রাতের ঢলে বন্যার পানি ঢুকেছে সিলেটের পাঁচ উপজেলায়। গত দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে, এমনটা আশা ছিল। গত রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়ে বালি।
সোমবার দুপুরে সিলেট নগর ঘুরে দেখা গেছে, উপশহর, তেররতন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, মাছিমপুর, মাছুদিঘীরপাড়, লালাদিঘীরপাড়, কলাপাড়া, মজুমদার পাড়া, লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালীঘাটসহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা জানিয়েছে, নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৯টি আগেই প্লাবিত হয়েছিল। রোববার রাতে বৃষ্টিতে ১৯ টিতে পানি ঢুকেছে। মোটে ২৮টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ১০ হাজার পরিবারের প্রায় এক লাখ মানুষ।
ওসমানী মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবন, ২৬, ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডে বন্যার পানি ঢুকেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও আত্মীয়স্বজনের ভোগান্তি বেড়েছে।
রোগীর স্বজনেরা জানান, ভোর থেকে হাসপাতালে পানি ঢোকে। এ সময় তড়িঘড়ি করে মেঝেতে থাকা রোগীদের বিছানায় নেওয়া হয়। ফলে এক শয্যায় দুই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছরও বন্যার সময় পানি ঢুকে যায়। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি হলেও পানি ঢোকে হাসপাতালে।’
বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নগরের ১৯ ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঝুঁকি এড়াতে নগরের বেশির ভাগ এলাকায় গতকাল রোববার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ দশমিক ২ মিলিমিটার। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। হয়তো এক বেলা বিরতি দিয়ে আরেক বেলা বৃষ্টি হতে পারে। এতে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ দিকে গত বুধবার এক রাতের ঢলে বন্যার পানি ঢুকেছে সিলেটের পাঁচ উপজেলায়। গত দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে, এমনটা আশা ছিল। গত রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়ে বালি।
সোমবার দুপুরে সিলেট নগর ঘুরে দেখা গেছে, উপশহর, তেররতন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, মাছিমপুর, মাছুদিঘীরপাড়, লালাদিঘীরপাড়, কলাপাড়া, মজুমদার পাড়া, লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালীঘাটসহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা জানিয়েছে, নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৯টি আগেই প্লাবিত হয়েছিল। রোববার রাতে বৃষ্টিতে ১৯ টিতে পানি ঢুকেছে। মোটে ২৮টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ১০ হাজার পরিবারের প্রায় এক লাখ মানুষ।
ওসমানী মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবন, ২৬, ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডে বন্যার পানি ঢুকেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও আত্মীয়স্বজনের ভোগান্তি বেড়েছে।
রোগীর স্বজনেরা জানান, ভোর থেকে হাসপাতালে পানি ঢোকে। এ সময় তড়িঘড়ি করে মেঝেতে থাকা রোগীদের বিছানায় নেওয়া হয়। ফলে এক শয্যায় দুই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছরও বন্যার সময় পানি ঢুকে যায়। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি হলেও পানি ঢোকে হাসপাতালে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪৩ মিনিট আগে