জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যালয়ের দখল হওয়া জমি চিহ্নিত করে সীমানা পিলারসহ সাইনবোর্ড টানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ওই জমির সীমানা চিহ্নিত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে জগন্নাথপুর গ্রামের শিক্ষানুরাগী ধরনী চক্রবর্তীর দান করা জমিতে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বিদ্যালয়ের ৫১ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ রফিকুল হক নামের জগন্নাথপুর গ্রামের এক ধনাঢ্য ব্যক্তি ১৯৮৭ সাল থেকে দখল করে রাখেন। দীর্ঘদিন ধরে এ জমি ছেড়ে দিতে তাঁকে অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত না করে ৮ শতাংশ জমিতে দুই বছর আগে কোয়েল পাখির খামার তৈরি করেন। তাতে বিদ্যালয়ের পরিবেশ নষ্টসহ শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
দীর্ঘ ৩৭ বছর পর বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৮ শতাংশ জমি চিহ্নিত করে সীমানা পিলার ও লাল কাপড়ের খুঁটি বসিয়ে দেয়। ‘বিদ্যালয়ের জমি’ লিখে সেখানে সাইনবোর্ড টানানো হয়েছে। এ সময় দখলকারী রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। জমি নিয়ে আদালতে মামলা রয়েছে দাবি করে তিনি সীমানা চিহ্নিত করতে নিষেধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, ‘বিদ্যালয়ের ৮ শতাংশ জমি নিয়ে মামলা চলছে। বাকি ৮ শতাংশ জমি ৩৭ বছর পর সীমানা চিহ্নিত করে পিলার বসানো হয়েছে। তিনি বলেন, ‘দখলি জমির কারণে শিক্ষা প্রকৌশল থেকে বরাদ্দ ছয়তলা ভবন নির্মাণ বিঘ্নিত হচ্ছে। আমরা বিদ্যালয়ের জমি উদ্ধার চাই। সীমানা চিহ্নিত হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ বলেন, বিদ্যালয়ের জমি চিহ্নিত করে সীমানা পিলার বসানো হয়েছে। দখলি জমিতে নির্মিত স্থাপনা আইনি প্রক্রিয়ায় শিগগিরই উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে বেদখলকারীর জন্যও আইনের দরজা খোলা আছে।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের নামে থাকা মেপে চিহ্নিত করা হয়েছে। বিদ্যালয়ের সব কাগজপত্র বৈধ আছে। আইনি প্রক্রিয়ায় বিদ্যালয়ের জমি উদ্ধার করা হবে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যালয়ের দখল হওয়া জমি চিহ্নিত করে সীমানা পিলারসহ সাইনবোর্ড টানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ওই জমির সীমানা চিহ্নিত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে জগন্নাথপুর গ্রামের শিক্ষানুরাগী ধরনী চক্রবর্তীর দান করা জমিতে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বিদ্যালয়ের ৫১ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ রফিকুল হক নামের জগন্নাথপুর গ্রামের এক ধনাঢ্য ব্যক্তি ১৯৮৭ সাল থেকে দখল করে রাখেন। দীর্ঘদিন ধরে এ জমি ছেড়ে দিতে তাঁকে অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত না করে ৮ শতাংশ জমিতে দুই বছর আগে কোয়েল পাখির খামার তৈরি করেন। তাতে বিদ্যালয়ের পরিবেশ নষ্টসহ শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
দীর্ঘ ৩৭ বছর পর বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৮ শতাংশ জমি চিহ্নিত করে সীমানা পিলার ও লাল কাপড়ের খুঁটি বসিয়ে দেয়। ‘বিদ্যালয়ের জমি’ লিখে সেখানে সাইনবোর্ড টানানো হয়েছে। এ সময় দখলকারী রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। জমি নিয়ে আদালতে মামলা রয়েছে দাবি করে তিনি সীমানা চিহ্নিত করতে নিষেধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, ‘বিদ্যালয়ের ৮ শতাংশ জমি নিয়ে মামলা চলছে। বাকি ৮ শতাংশ জমি ৩৭ বছর পর সীমানা চিহ্নিত করে পিলার বসানো হয়েছে। তিনি বলেন, ‘দখলি জমির কারণে শিক্ষা প্রকৌশল থেকে বরাদ্দ ছয়তলা ভবন নির্মাণ বিঘ্নিত হচ্ছে। আমরা বিদ্যালয়ের জমি উদ্ধার চাই। সীমানা চিহ্নিত হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ বলেন, বিদ্যালয়ের জমি চিহ্নিত করে সীমানা পিলার বসানো হয়েছে। দখলি জমিতে নির্মিত স্থাপনা আইনি প্রক্রিয়ায় শিগগিরই উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে বেদখলকারীর জন্যও আইনের দরজা খোলা আছে।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের নামে থাকা মেপে চিহ্নিত করা হয়েছে। বিদ্যালয়ের সব কাগজপত্র বৈধ আছে। আইনি প্রক্রিয়ায় বিদ্যালয়ের জমি উদ্ধার করা হবে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে